ব্রণর সমস্যায় অনেকেই ভুগে থাকেন। কেউ কেউ সারা বছরই এই সমস্যায় ভুগে থাকেন। আর কারও ক্ষেত্রে গরম পড়তেই ব্রণর সমস্যা হাজির হয়। মূলত যাঁদের তৈলাক্ত ত্বক তাঁদের ক্ষেত্রে। ত্বক তেলতেলে হয়ে গেলে, জল না খেলে, দূষণ বা স্ট্রেসের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে অতিরিক্ত জাঙ্ক ফুড খেলেও ব্রণর সমস্যা হতে পারে। আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি ঘরোয়া ফেসপ্যাক বানিয়ে ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ বাজারি রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাড়িতে এই প্যাক বানিয়ে নিন।
বেসন দইয়ের প্যাক
এক চামচ বেসনের সঙ্গে এক চামচ টক দই মিশিয়ে একটি মিশ্রণ বানান। এবার মুখে এই প্যাক লাগান। এটা শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। বেসন তৈলাক্ত ভাবে কমায়। একই সঙ্গে দূর করে ব্রণর সমস্যা। এটা ত্বককে অনেক উজ্জ্বল করে।
চারকোল এবং অ্যালোভেরা
এটার জন্য আপনাকে সবার আগে এক চামচ চারকোল নিতে হবে সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল নিন। এবার এই দুটোকে মিশিয়ে প্যাক বানান। এবার এটা গোটা মুখে লাগিয়ে মিনিট দশেক রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটা ত্বকের ময়লা দূর করে যেমন তেমনি তৈলাক্ত ভাব দূর করে।
মধু এবং দারুচিনির প্যাক
এটার জন্য এক চামচ মধুর সঙ্গে আধ চামচ দারুচিনি গুঁড়ো নিতে হবে। এবার এটাকে মিশিয়ে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা মুখের জ্বালা ভাব কমায়, সঙ্গে ব্রণর সমস্যা তাড়ায়।
হলুদ এবং দইয়ের ফেসপ্যাক
এই প্যাকের জন্য আপনাকে এক চামচ হলুদ গুঁড়োর সঙ্গে দুই চামচ দই মেশাতে হবে, এবার এটাকে মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। এটা ত্বককে এক্সফোলিয়েট করে, একই সঙ্গে এটা ব্রণর সমস্যা দূর করে।
লেবুর রস এবং ডিমের প্যাক
ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে সেটা মুখে লাগান। এবার এটা মিনিট পনের রেখে ধুয়ে ফেলুন।