Homemade Packs for Dry Skin: সারা বছরই আপনার ত্বক রুক্ষ শুষ্ক থাকে? কোনও কিছু করেই ত্বকের খসখসে ভাব দূর করতে পারছেন না? দেখুন কী করণীয়।
1/7সমস্ত মানুষের ত্বক একে অন্যের থেকে আলাদা হয়। প্রতিটা ত্বকের যত্ন আলাদা আলাদা ভাবে নিতে হয়। তবে যাঁদের ত্বক বেশি অয়েলি বা শুষ্ক হয় তাঁদের ত্বকের বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন। ত্বক আর্দ্র রাখতে হয়। ময়েশ্চারাইজ করাতে হয়। যাঁদের শুষ্ক ত্বক তাঁরা বাড়ি বসে কীভাবে শুষ্ক ত্বকের খেয়াল রাখবেন দেখুন।
2/7দেখুন মূলত আবহাওয়া, বা কোনও শারীরিক জটিলতা এবং দূষণের কারণেই ত্বকের নানা সমস্যা দেখা যায়। ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বকের ঔজ্বল্য হারিয়ে যায়। তাই ত্বকের সজীবতা, ঔজ্জ্বল্য ফেরাতে চাইলে বাড়িতেই ত্বকের যত্ন নিতে পারেন। এটার জন্য কোনও কেমিক্যাল প্রোডাক্টের প্রয়োজন নেই। ঘরেই নানা ধরনের ফেসপ্যাক বানিয়ে সেটা মুখে লাগাতে পারেন। যাঁদের শুষ্ক ত্বক তাঁরা সমস্যা থেকে মুক্তি পেতে কী কী ফেসপ্যাক বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন দেখুন।
3/7শসার ফেসপ্যাকত্বককে সজীব রাখতে শসা ভীষণ সাহায্য করেন ত্বকের জ্বালা, শুকনো ভাব চুলকানি সব দূর করতে শসা সাহায্য করে। এটার জন্য শসার খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এবার এক চামচ চিনি দিন এতে। এবার এই মিশ্রণ ফ্রিজে রেখে দিন কিছুক্ষণের জন্য। তারপর মুখে লাগিয়ে মিনিট ১০ রেখে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
4/7মুলতানি মাটির প্যাকমুলতানি মাটি শুষ্ক এবং অয়েলি স্কিন দুয়ের যত্ন নেয়। এটা ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ১-২ চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ মধু এবং অল্প জল মিশিয়ে মুখে লাগান। তারপর সেই মিশ্রণ মুখে লাগিয়ে মিনিট ১০ রেখে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে একবার লাগান।
5/7অ্যালোভেরা ফেসপ্যাকঅ্যালোভেরা ত্বককে হাইড্রেট করে। এর অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বককে ভালো রাখে। ময়েশ্চারাইজ করে। এটা ত্বকের জেল্লা বাতায়ন এটার জন্য দুই চামচ অ্যালোভেরা জেল সহ ১ চামচ মধু এবং ১ চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। মিনিট পনের রেখে মুখ ধুয়ে ফেলুন।
6/7হলুদের ফেসপ্যাকহলুদে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে এটা ত্বকের শুষ্কতা দূর করে। ত্বককে উজ্জ্বল বানায়। এটার জন্য ২ চামচ কাঁচা দুধ নিন তাতে এক চামচ হলুদ মিশিয়ে মুখে লাগান। তারপরও মিনিট ১০ মুখে লাগিয়ে রাখুন। তারপর মুখ ধুয়ে নিন। তবে যদি আপনার ল্যাকটোজ অ্যালার্জি থাকে তাহলে এই প্যাক লাগাবেন না।
7/7দইয়ের ফেসপ্যাকদই শুষ্ক ত্বকের যত্ন নেয়। দুই চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে তাতে অল্প হলুদ দিন। এবার মিশ্রণ বানিয়ে সেটা মুখে লাগান। মিনিট ২০ থেকে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।