বাংলা নিউজ > টুকিটাকি > Homemade Night Packs: শীতে ঘুমোতে যাওয়ার আগে মুখে এই ৪ ফেস মাস্ক লাগান অবশ্যই! এক মাসেই পাবেন উপকার

Homemade Night Packs: শীতে ঘুমোতে যাওয়ার আগে মুখে এই ৪ ফেস মাস্ক লাগান অবশ্যই! এক মাসেই পাবেন উপকার

ঘুমোতে যাওয়ার আগে লাগান এই ফেসপ্যাক। 

শীতে আমাদের ত্বকে ক্ষতি হয় বেশি। তাই বিশেষ যত্ন নেওয়াও খুব জরুরি। 

ধুলো-ময়লা আমাদের ত্বকের উপর খারাপ প্রভাব ফেলে। শীতে ত্বকের সমস্যা বেশি দেখা যায়। কারণ এই সময় এমনিতেই বাতাসে আদ্রতার পরিমাণ কম থাকে। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তারওপর দূষণের ফলে আমাদের মুখ জেল্লা হারিয়ে নিষ্প্রাণ হয়ে পড়ে। তবে, ঘুমোতে যাওয়ার আগে সপ্তাহে দু'-তিন দিন কিছু বিশেষ মাস্ক বা ফেস প্যাক ব্যবহার করলেই দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন। জেনে নিন কীভাবে নেবেন ত্বকের যত্ন--

 

আমন্ড প্যাক

রাতে দুধের মধ্যে ৪-৫টা আমন্ড ভিজিয়ে রাখুন। তারপর সকালে আমন্ডের খোসা ছাড়িয়ে দুধ আর আমন্ড একসাথে ভেজে নিন। এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্যাক সারা মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। তারপর সকালে উঠে ধুয়ে নিন। দেখবেন সকালেই আপনার মুখে একটা গ্লো এসে গিয়েছে। আমন্ডে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট আপনার ত্বকে থাকা টক্সিন বের করে দেয়।

লেবু-টমেটোর মাস্ক

একটা টমেটো ভালো করে ক্রাশ করে নিন। এবার তাতে দুই টেবিল চামচ লেবুর রস মেশান। এবার এটা মুখে লাগিয়ে নিন। এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগালেই ভালো। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুতে থাকা ব্লিচিং এজেন্ট মুখে থাকা ট্যান পরিষ্কার করে দেয়।

ওটস আর মধুর ফেসমাস্ক

ওটস আর মধু মিশিয়ে রাখুন। যতক্ষণ না ওটস পুরো নরম হয়ে আসছে। ওটস নরম হয়ে এলে ওটস হাত দিয়ে চটকে নিন। তারপর মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। এটি আপনার ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরিয়ে আনে। এবং বাইরের ধুলো ময়লা থেকে ত্বকের যে ক্ষতি হয় তার হাত থেকে রক্ষা করে। 

কলা-দইয়ের মাস্ক

দইয়ের জল ঝরিয়ে রাখুন। এবার তার সাথে একটা পাকা কলা চটকে নিন। খেয়াল রাখবেন এই প্যাক যেন পুরো মসৃণ হয়। এবার মুখে লাগিয়ে মিনিট ২০ পর ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে পড়ুন।

বন্ধ করুন