হোমিওপ্যাথি চিকিৎসার জনপ্রিয়তা কম নেই। বিভিন্ন দেশে জনপ্রিয় এই চিকিৎসা পদ্ধতি। শিশুদের চিকিৎসাতেও প্রবল জনপ্রিয় এই চিকিৎসা ব্যবস্থা। শুধু তাই নয় এই চিকিৎসা পদ্ধতি পছন্দ করেন কিং চার্লস স্বয়ং। এই চিকিৎসা পদ্ধতি পছন্দ ইংল্যান্ডের রাজপরিবারে।
হোমিওপ্যাথি চিকিৎসা করান কিং চার্লস! রাজ পরিবারের মেডিকাল টিমে রাজ বৈদ্য হিসাবে নিযুক্ত এই হোমিওপ্যাথি চিকিৎসক। এই চিকিৎসক সবসময় বিকল্প ওষুধের মাধ্যমেই রোগের চিকিৎসা করান। রাজ পরিবারের মেডিকাল উইংয়ের প্রধান হিসাবে ওই চিকিৎসককে নিয়োগ করেছেন কিং চার্লস।
আরও পড়ুন: প্যানকেকে অরুচি! রেগে গিয়ে স্ত্রী'কে ছুরি মারলেন ব্যক্তি, ঘটল ভয়াবহ কাণ্ড
বাকিংহাম প্যালেস দ্বারা জানা গিয়েছে, ড. মাইকেল ডিক্সন রাজপরিবারের মেডিকেল উইংয়ের নেতৃত্ব দেবেন। এই উইংয়ে বেশ কিছু চিকিৎসক ও সার্জন রয়েছেন।
বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, ড. মাইকেল ডিক্সন একজন প্র্যাকটিসিং জিপি, রয়্যাল কলেজ অব জিপির ফেলো এবং রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের ফেলো ছিলেন।
আরও পড়ুন: ইচ্ছে মতো ওজন কমান! রোজ খান এই সব গরম পানীয়
ডাঃ ডিক্সন বিশ্বাস করেন না যে হোমিওপ্যাথি ক্যান্সার নিরাময় করতে পারে। তিনি মনে করেন যে বিকল্প থেরাপি হিসাবে প্রচলিত চিকিৎসার পাশাপাশি বসতে পারে, যদি তা নিরাপদ ও উপযুক্ত এবং প্রমাণভিত্তিক হয়।
আরও পড়ুন: মারাত্মক ভাবে চুল ঝরে পড়ছে? ঘরোয়া এই নিয়ম না মানলেই বিপদ বাড়বে
মাইকেল ডিক্সন প্রায় ৫০ বছর ধরে এনএইচএসে কাজ করেছেন এবং ডেভনে খণ্ডকালীন জিপি হিসাবে অনুশীলন করেছেন। তিনি হোমিওপ্যাথি ওযুধের ব্যবহারের পক্ষে এক স্পষ্ট সমর্থক ছিলেন এবং তথ্য উদ্ধৃত করে একটি গবেষণাপত্র লিখেছিলেন যা থেকে জানা যায়, 'হোমিওপ্যাথির প্রভাব সত্যিই কার্যকর। তিনি ২০১৭ সালে হোমিওপ্যাথি অনুষদের পৃষ্ঠপোষক হিসাবে নিযুক্ত ছিলেন।
আরও পড়ুন: আনন্দে থাকতে চান? এই খাবার খেলেই বাড়বে খুশির হরমোন ডোপামিন, মেজাজ থাকবে ফুরফুরে
তবে রাজার এই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে মতামত দিয়েছেন শিক্ষাবিদরাও। কিং চার্লসের চিকিৎসকের সম্পর্কে শিক্ষাবিদরা কী বলেছিলেন?
আরও পড়ুন: নিমেষে দূর হবে হাঁচি, কাশি, চুলকানি! এই ঘরোয়া টোটকায় ভ্যানিশ হবে অ্যালার্জি
ইউনিভার্সিটি অব এক্সেটারের ইমেরিটাস অধ্যাপক এডজার্ড আর্নস্ট জানান, হোমিওপ্যাথির প্রতি সমর্থন 'প্রমাণ-ভিত্তিক চিকিৎসা ও