একটা বয়সের পর আর্থারাইটিস থেকে হাঁটুর সমস্যা বহু মানুষের জীবনে অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে সমস্যা এতটাই গুরুতর হয় যে অপারেশন করতে হয়। হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এই অপারেশনের ক্ষেত্রে অনেকটা ঝুঁকিও থেকে যায়। কিন্তু আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি এই অপারেশন করা যায়, তবে তা তুলনামূলক কম ঝুঁকি বহুল হয়।
তাই রোগীদের কথা মাথায় রেখে পূর্ব ভারতে প্রথমবারের মতো, পিয়ারলেস হাসপাতাল হিউম্যানয়েড রোবোটিক্স চালু করেছে। সহজ ভাষায় বলতে গেলে হাঁটু প্রতিস্থাপনের মতো অর্থোপেডিক সার্জারি এবার AI-এর সাহায্য নিয়ে করা সম্ভব হবে। যদিও AI সম্পূর্ণ ভাবে সার্জারি করছে না, তবে অপারেশনের আগের পরিকল্পনা, ইন্ট্রাঅপারেটিভ গাইডেন্স এবং পোস্ট-অপারেটিভ পর্যায়ে কীভাবে যত্নে নেওয়া যাবে, সেই সব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: মাছ-মাংস খেতে পারেন না? চিন্তা নেই, এই শাক সবজির মধ্যেই পাবেন প্রোটিনের গুণ
আর্থারাইটিসের ফলে অনেক সময় হাঁটু বা পায়ের ধরণে বিকৃতি ঘটে। অস্ত্রোপচারের লক্ষ্য হল রোগীর অঙ্গকে কিছুটা হলেও আগের অবস্থায় ফিরিয়ে আনা। AI এই কাজকে আরও কিছুটা সহজ করে দিয়েছে। পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, AI ও হলোলেন্স প্রিঅপারেটিভ প্ল্যানিং, ইন্ট্রাঅপারেটিভ গাইডেন্স ও পোস্টঅপারেটিভ কেয়ারে কীভাবে সাহায্য করে।
প্রিঅপারেটিভ প্ল্যানিং: AI অ্যালগোরিদিম, এমআরআই বা সিটি স্ক্যানের মতো মেডিক্যাল ইমেজগুলিকে বিশ্লেষণ করতে পারে যাতে রোগীর হাড়ের গঠন আরও ভালো করে বুঝতে সাহায্য করবে। এতে চিকিৎসকদের কাজ ও চিকিৎসার প্রক্রিয়া আরও সঠিক ভাবে পরিচালনা করা সম্ভব হবে। প্রতিস্থাপন কোথায় করা হবে সেটাও সঠিক ভাবে নির্ধারণ করবে। পাশাপাশি অস্ত্রোপচারের সময় কী কী সমস্যা তৈরি হতে পারে তাও আগে থেকে কিছুটা আন্দাজ দিতে পারে।
আরও পড়ুন: ভারতে কেন বাড়ছে ডিম্বাশয়ে ক্যানসারের ঝুঁকি? লক্ষণ দেখে আগে থেকেই সাবধান হন
ইন্ট্রাঅপারেটিভ গাইডেন্স: অস্ত্রোপচারের সময়, AI চালিত নেভিগেশন সিস্টেমগুলি অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীর শরীরে একটি অগমেন্টেড রিয়েলিটি তৈরি করবে, যা অপারেশনের ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে। কোন যন্ত্রের সাহায্যে কোথায় সঠিকভাবে প্রতিস্থাপন করা যাবে সে ক্ষেত্রেও সাহায্য করবে। পাশাপাশি যতটা সময় প্রয়োজন হয় রোবোটিক সার্জারির ক্ষেত্রে, এক্ষেত্রে তা তুলনায় মূলক কম লাগে। অপারেশনের খরচও রোবোটিক সার্জারির প্রায় সমান।
পোস্টঅপারেটিভ কেয়ার: AI অ্যালগোরিদিম রোগী কত দ্রুত সুস্থ হচ্ছে তারও একটা ট্র্যাক রাখতে সাহায্য করবে। রোগীর চলাফেরার গতির, ব্যথার মাত্রার মতো বিষয়গুলিকে ক্রমাগত পর্যবেক্ষণ করে, যদি কোনও জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রেও সতর্ক করে দেবে। যাতে সময় মত সঠিক চিকিৎসা শুরু করা যায়।