Couple Argue About Money: স্বামী-স্ত্রীর সম্পর্কে অনেক বিষয়েই অ্যাডজাস্ট করে নিতে হয়। একটু আধটু ঝগড়া অনেক ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু যদি প্রশ্ন করা হয় কী নিয়ে সবচেয়ে বেশি ঝগড়া হয়? অথবা যদি প্রশ্ন ওঠে, টাকা নিয়ে কতবার ঝগড়া স্বামী-স্ত্রীর মধ্যে (Husband Wife Argument)? সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে এই উদ্ভট শুনতে লাগলেও বাস্তবিক তথ্য। বছরে একটি দম্পতির মধ্যে কতবার টাকা নিয়ে ঝগড়া হয়, সেই বিষয়ে খোঁজ করেছিলেন গবেষকরা। তাতেই জানা গিয়েছে মজার পরিসংখ্যান।
আরও পড়ুন - তরকারি চাওয়ায় ক্রেতাকে ‘ঠেলে’ তাড়ালেন রাজুদা! Viral Video দেখে কী বলল নেটপাড়া
কী জানা গিয়েছে?
টকার রিসার্চ নামক এক সংস্থার তরফে সম্প্রতি এই গবেষণা চালানো হয় (Couple Argue About Money)। তাতে দেখা গিয়েছে, গড়ে এক বছরে একটি দম্পতির মধ্যে টাকাপয়সা নিয়ে ৫৮ বার ঝগড়াঝাটি হয়। অর্থাৎ মাসে কমবেশি পাঁচবার করে এই নিয়ে ঝামেলা হয় দুজনের মধ্যে। গবেষকদের কথায়, এই পরিসংখ্যান সত্যি হলে বুঝতে হবে, প্রতি দম্পতি টাকাপয়সা নিয়ে সপ্তাহে অন্তত একবার হলেও ঝগড়া করেন। কখনও কখনও তার বেশি। কারণ বছরে ৫২টি সপ্তাহ। এদিকে বছরে মোট ৫৮ বার ঝগড়া হয় তাঁদের মধ্যে।
দূর সম্পর্ক হলে?
যদি কর্মসূত্রে বা অন্য কোনও কারণে স্বামী স্ত্রী এক জায়গায় না থেকে আলাদা আলাদা জায়গায় থাকেন? একে অপরের থেকে অনেকটা দূরে থাকেন? সেক্ষেত্রে তাদের মধ্যে কি কম ঝগড়া হয়? যদি কেউ মনে করেন, কম দেখা হয় বলে ঝগড়া হওয়ার সম্ভাবনা কম, তাহলে একেবারেই ভুল ভাবা হবে। টকার রিসার্চের তথ্য জানাচ্ছে, সেক্ষেত্রে আরও বেশি ঝগড়া হয়। গড়ে ৭২ বার ঝগড়া করেন লং ডিসট্যান্সে থাকা স্বামী-স্ত্রীরা।
আরও পড়ুন - ১৫ ফেব্রুয়ারি মানেই কিন্তু অ্যান্টিভ্যালেনটাইনস উইক শুরু! জেনে নিন কবে কোন ডে
কোন বয়সিদের মধ্যে ঝগড়া কম
প্রসঙ্গত, টকার রিসার্চ একটি আন্তর্জাতিক আর্থিক পরিষেবা প্রদানকারী অ্যাপ। সম্প্রতি তাদের অ্যাপে উপলব্ধ তথ্যের ভিত্তিতে তারা এই সমীক্ষা চালায়। সমীক্ষায় দম্পতিদের বয়স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে। দেখা গিয়েছে, নানা আর্থিক সমস্যা সামাল দেওয়ার পদ্ধতি দম্পতিদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায়। দেখা গিয়েছে, গত শতকের মাঝামাঝি সময়ে জন্ম নেওয়া প্রজন্মের মধ্যে আর্থিক কারণে ঝগড়ার হার তুলনায় অনেকটাই কম। প্রসঙ্গত তাদের বয়স এখন ৬০-৭০ বছরের আশেপাশে। তুলনায় কম বয়সিদের মধ্যে এই সংক্রান্ত ঝামেলা বেশি দেখা যায়।