বাংলা নিউজ > টুকিটাকি > Sleep Paralysis: স্লিপ প্যারালাইসিস কতটা ভয়ঙ্কর? ৬ নিয়মে জব্দ হবে এই রোগ
পরবর্তী খবর

Sleep Paralysis: স্লিপ প্যারালাইসিস কতটা ভয়ঙ্কর? ৬ নিয়মে জব্দ হবে এই রোগ

স্লিপ প্যারালাইসিস কতটা ভয়ঙ্কর? (pixabay)

Sleep paralysis: স্লিপ প্যারালাইসিস কতটা ভয়ঙ্কর? ৬ নিয়মে জব্দ হবে এই রোগ। 

ঘুমের মধ্যে হঠাৎ করে নড়তে চড়তে পারছেন না, মনে হচ্ছে সবকিছু শুনতে পেলেও কোনও কথা বলতে পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে আপনার স্লিপ প্যারালাইসিস হয়েছে। ব্যাপারটা ভীষণ সাধারণ শুনতে হলেও যাদের এই রোগটি রয়েছে, একমাত্র তারাই জানে কতটা ভয়ংকর এই রোগ।

স্লিপ প্যারালাইসিস মূলত হয় যদি আপনার ঘুম কম হয় অথবা প্রতিদিন নির্দিষ্ট সময় যদি আপনি না ঘুমোতে যান তাহলে। এছাড়াও অবসাদ, টেনশন, দুঃখ যদি আপনাকে গ্রাস করে, সে ক্ষেত্রেও স্লিপ প্যারালাইসিস হতে পারে আপনার। অনেকে এটির সঙ্গে ভৌতিক কার্যকলাপের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলেও এটি কিন্তু পুরোপুরি বৈজ্ঞানিক ব্যাপার।

স্লিপ প্যারালাইসিস থেকে মুক্তি পাওয়ার ৬টি উপায় 

 

রুটিন তৈরি করুন: প্রতিদিন একটি রুটিন তৈরি করুন। সারাদিন আপনি কী কী কাজ করবেন, কতক্ষণ বিশ্রাম করবেন তার একটি চার্ট তৈরি করে রাখুন। এই রুটিনে সারাদিন যতই পরিশ্রম করুন না কেন, নিজের বিশ্রামের জন্য অন্ততপক্ষে ৭ ঘন্টা বরাদ্দ রাখুন।

(আরও পড়ুন: ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার এই ৭ তথ্য, যা জানেন না সালমানের অন্ধ ভক্তও)

নিয়ম মেনে চলুন: প্রতিদিন যে সময় ঘুমোতে যান, সেই নিয়মটাই মেনে চলুন। কোনদিন দশটায় কোনদিন বারোটায় ঘুমোতে যাবেন না। আপনি যদি প্রতিদিন ১১টায় ঘুমোতে যান, তাহলে সেটাই মেনে চলুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোন এবং নির্দিষ্ট সময়ে উঠুন, দেখবেন এই রোগ থেকে মুক্তি পেয়েছেন খুব সহজে।

ফোন এড়িয়ে চলুন: ঘুমোতে যাওয়ার অন্তত কিছুক্ষণ আগে টিভি, মোবাইল এবং ল্যাপটপ থেকে নিজেকে সরিয়ে ফেলুন। আপনি যত রাত পর্যন্ত স্ক্রিন টাইম রাখবেন, ততই আপনার এই রোগ বেড়ে যাবে।

রাতে খান হালকা খাবার: রাতে চা, কফি বা মাছ মাংস জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। রাতে ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে খাবার খাবেন। যত রাত করে খাবার খাবেন ততোই হজমের সমস্যা হবে এবং রাতের ঘুমের ব্যাঘাত ঘটবে।

(আরও পড়ুন: ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে বিশ্বের প্রাচীনতম মানচিত্র, সামনে এলো ভিডিয়ো)

ব্যায়াম: রাতে ভালো ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্যায়াম করার চেষ্টা করুন। তবে ভরা পেটে নয় খালি পেটে ব্যায়াম করবেন সকালে। প্রতিদিন শারীরিক চর্চা করলে আপনার ঘুম খুব ভালো হবে।

মেডিটেশন: মন থেকে দুশ্চিন্তা বা অবসর দূর করে দেওয়ার জন্য প্রতিদিন দরকার মেডিটেশন। অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিট মেডিটেশন করলে আপনার মন ভারমুক্ত হবে এবং ঘুম ভালো হবে।

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.