Indane Gas Tatkal Cylinder: রান্নার গ্যাসেও তৎকাল! মাত্র ২ ঘণ্টায় বাড়িতে পাবেন সিলিন্ডার, জেনে নিন উপায় Updated: 20 Mar 2022, 03:55 PM IST Suman Roy Share রান্না করতে করতে সিলিন্ডার খালি হয়ে গেলে চিন্তা নেই। সহজে বাড়িতে পাবেন গ্যাস। 1/8অনেকেই আগে থেকে বুঝতে পারেন না, কখন রান্নার গ্যাসের সিলিন্ডার খালি হয়ে আসে। কিন্তু রান্না করতে করতে সিলিন্ডার খালি হয়ে গেলে বিরাট বিপদ। তখন কী করবেন, অনেকেই বুঝে উঠতে পারেন না। কিন্তু জানেন কি, এই পরিস্থিতি সহজে সামলানো সম্ভব? 2/8ইন্ডিয়ান অয়েলের গ্যাস পরিষেবার মাধ্যমে এই সুযোগ সহজে পাওয়া যায়। যাঁরা বাড়িতে ইন্ডেন গ্যাস ব্যবহার করেন, তাঁরা এই সুবিধা পেতে পারেন। কারণ এই কোম্পানি দিচ্ছে তৎকাল পরিষেবা। বাড়িতে মাত্র ২ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে গ্যাস। 3/8কীভাবে পাবেন এই পরিষেবা? ধাপে ধাপে জেনে নিন। 4/8এ জন্য প্রথমেই আপনাকে ইন্ডেন গ্যাস পরিষেবার ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। 5/8নাম নথিভুক্ত থাকলে খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে তৎকালে গ্যাস বুক করতে পারেন। ২ ঘণ্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে সিলিন্ডার। 6/8তবে একটি মিসজ কল দিয়েও এই তৎতকাল পরিষেবা সহজে পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে 7718955555 নম্বরে মিসড কল দিতে হবে আপনাকে। 7/8তবে এক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ডেলিভারির জন্য ২৫ টাকা দিতে হবে। তবে ঘণ্টা দুয়েকের মধ্যেই সিলিন্ডার বাড়িতে পৌঁছে যাবে। 8/8ইতিমধ্যেই হায়দরাবাদে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই তৎকাল পরিষেবা। আগামী দিনে সারা দেশেই এই পরিষেবা চালু করতে চলেছে ইন্ডেন। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি