নানা সময়ে জামায় কালি লেগে যায়। পরিষ্কার করবেন কী করে?
1/6অসাবধানে অনেক সময়েই জামায় কালির দাগ লেগে যেতে পারে। সেই দাগ তুলতে সমস্যাও হয়। কিন্তু তা বলে তো জামাটি ফেলে দিতে পারেন না। সেক্ষেত্রে এই দাগ তুলবেন কী করে? রইল সহজ কয়েকটি রাস্তা।
2/6নুন: জামাকাপড় থেকে কালির দাগ তুলতে সবচেয়ে সাধারণ এবং সহজ উপায় হল দাগের জায়গাটি ভিজিয়ে রেখে তার উপর অল্প নুন ছিটিয়ে দেওয়া। তার পরে একটি ভেজা পেপার টাওয়েল দিয়ে আলতোভাবে দাগের উপরে ঘষতে হবে। দাগ হালকা হয়ে আসবে।
3/6নেলপলিশ রিমুভার: জামায় লাগা কালির দাগ তোলা সম্ভব এটি দিয়ে। তুলোর টুকরোয় এই রিমুভার নিয়ে সরাসরি কালি দাগের উপর লাগাতে হবে এবং ভালোভাবে ঘষতে হবে। দাগ উঠে যাওয়ার পরে জামাটি ধুয়ে নিতে হবে।
4/6কর্নস্টার্চ: জামাকাপড় থেকে কালির দাগ দূর করতে ব্যবহার করতে পারেন কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। অল্প দুধ এবং কর্নস্টার্চ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে দাগের উপর লাগান। পেস্টটি ভালোভাবে শুকোনোর সময় দিন। তার পরে দাগের জায়গাটি ব্রাশের সাহায্যে ঘষতে হবে। এরপর গরম জলে কাপড় ধুয়ে নিন।
5/6হেয়ার স্প্রে: কাপড় থেকে কালির দাগ তুলতে এটি এক প্রকার অব্যর্থ। কালির দাগের উপর সরাসরি হেয়ার স্প্রে প্রয়োগ করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে এলে আবার স্প্রে করুন। সেটিও শুকিয়ে নিন। এর পরে দাগযুক্ত স্থানটি ব্রাশের সাহায্যে আলতোভাবে ঘষে ধুয়ে নিন।
6/6হোয়াইট ভিনিগার: হোয়াইট ভিনিগারও এই কাজে দারুণ। ২ চা চামচ ভিনিগারের সঙ্গে ৩ চা চামচ কর্নস্টার্চ মিশিয়ে পেস্ট তৈরি করুন। কালি লাগা জায়গায় পেস্টটি লাগান। কালির স্পটটি ভালোভাবে পেস্টে ঢেকে গেলে শুকোনোর জন্য অপেক্ষা করুন। তার পরে ব্রাশ দিয়ে রগড়ে কাপড় ধুয়ে নিন।