দীর্ঘদিন অনিদ্রা বা স্ট্রেস থেকে চোখের নিচে পুরু কালি পড়েছে? পুজোর সময় শখ করে কেনা পোশাকের সঙ্গে কী করবেন ভেবে ভেবে হয়রান হচ্ছেন? কোনও ব্যাপার নয়। মেকাপ দিয়ে সহজেই আড়াল করুন ডার্ক সার্কেল। কীভাবে? জেনে নিন।
আরও পড়ুন: 'কী চান, কবির যদি টিবি না হয় তাহলে তিনি কবি নন?' হঠাৎ শ্রোতাদের বিদ্রুপের স্বরে বিঁধলেন কেন শিলাজিৎ?
মেকাপ দিয়ে ডার্ক সার্কেল ঢাকবেন কী করে?
পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। এখন ঘরোয়া টোটকা ব্যবহার করলেও ছোটজলদি তাতে যে কাজ হবে এমনটা নয়। এদিকে চোখের নিচে পুরু কালি থাকলে সেটাও দেখতে ভালো লাগে না। তাই মেকাপ দিয়েই সেটা আড়াল করুন। খালি মেকাপের জন্য এই টিপসগুলো মনে রাখুন:
প্রথমত চেষ্টা করুন মেকাপ করার আগে মুখ ভালো করে ধুয়ে ক্রিম বা ময়েশ্চরাইজার লাগানোর পাশাপাশি একটা আইক্রিম লাগানোর। এতে একবার ত্বক নরম থাকবে। আর্দ্র থাকবেন এতে বলিরেখা যেমন কমবে, মেকাপ ভালো বসবে।
দ্বিতীয়ত, মেকাপ শুরুর আগে আইস ব্যাগ ব্যবহার করুন। কিছুক্ষণ চোখের আশেপাশে একটু আইস ব্যাগ ধরলে সেটা ফোলা ভাব কমাতে সাহায্য করে। আইস ব্যাগ না থাকলে এমন একটি বরফ রুমালে মুড়ে লাগান।
তৃতীয়ত মেকাপ করার সময় ডার্ক সার্কেলের উপর সোজাসুজি ফাউন্ডেশন দেবেন না। এতে দাগ তো ঢাকবেই না। উল্টে বিশ্রী লাগবে। তাই চেষ্টা করুন কন্সিলার বা কারেক্টর ব্যবহার করতে। ওটা দিয়ে আগে একটা পরত দিয়ে তারপর তাতে ফাউন্ডেশন লাগান। তবে মনে রাখবেন কন্সিলার বা কারেক্টর লাগানোর পরই ফাউন্ডেশন লাগাবেন না। তাহলে দুটো মিশে ঘেঁটে ঘ হয়ে যাবে। কন্সিলার একটু শুকিয়ে গেলে তারপর ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশন কিন্তু ভালো করে ব্লেন্ড করবেন। লেপ্টে রাখবেন না। দেখতে বিশ্রী লাগে তাতে।
পরিশেষে একটু লুজ পাউডার বা সেটিং পাউডার দিয়ে সেট করে নিন মেকাপ। তারপর আইশ্যাডো, আইলাইনার, মাসকার লাগিয়ে আকর্ষণীয় করে তুলুন চোখ দুটোকে।