বাংলা নিউজ > টুকিটাকি > How to deal with Stress: স্ট্রেসের জেরে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি! অগস্টে বিপদ মুক্তি পাবেন কীভাবে?

How to deal with Stress: স্ট্রেসের জেরে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি! অগস্টে বিপদ মুক্তি পাবেন কীভাবে?

How to deal with Stress: (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

How to deal with Stress: দীর্ঘ সময় ধরে স্ট্রেসে থাকলে ভাস্কুলার প্রদাহ, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়৷ এছাড়া স্ট্রেস শরীরের এমন সব কাজে বাধা তৈরি করে, যা হয়ত জীবন-মরণ সমস্যা তৈরি করে না, যেমন হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা যৌন আকাঙ্খা৷

আমরা যখন একই সময়ে অনেক কাজ করার চেষ্টা করি, তখন চাপ অনুভব করি৷ অল্প সময়ের জন্য চাপে থাকা কোনও সমস্যা নয়৷ কিন্তু দীর্ঘ সময় ধরে স্ট্রেসে থাকলে ভাস্কুলার প্রদাহ, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়৷

এছাড়া স্ট্রেস শরীরের এমন সব কাজে বাধা তৈরি করে, যা হয়ত জীবন-মরণ সমস্যা তৈরি করে না, যেমন হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা যৌন আকাঙ্খা৷

সাইকিয়াট্রিস্ট ডা. ইয়ান কালবিৎসার জানান, দীর্ঘদিন স্ট্রেসে থাকলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মতো অনুভূতি তৈরি হতে পারে, যা খুবই অস্বাস্থ্যকর একটি বিষয়৷ এছাড়া অ্যাংজাইটি ডিসঅর্ডার-সহ বার্ন আউট পরিস্থিতি তৈরি হতে পারে৷

চাপ পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়া দেখাতে পারলে চাপের মাত্রা কমানো যায়৷ যেমন: শ্বাস নিন! কমপক্ষে তিনবার ভিতরে, তিনবার বাইরে৷ এই কথা হয়ত আপনি আগেও শুনেছেন৷ কিন্তু শুনতে সাধারণ মনে হলেও এটি খুব কার্যকর৷ কার্ডিওলজিস্ট ডা. মেলানি হ্যুমেলগেন বলেন, ‘আমরা স্পষ্ট দেখতে পাই যে গভীরভাবে শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়া রক্তচাপ এবং হৃদস্পন্দনের উপর প্রভাব ফেলে৷ এক, দুই বা তিনবার গভীরভাবে শ্বাস নেওয়ার পরই সেটা দেখা যায়৷'

স্ট্রেস থেকে একেবারে মুক্তি পেতে চাইলে রিল্যাক্স করার কিছু উপায় শেখা যেতে পারে৷ যেমন ‘প্রোগ্রেসিভ মাসল রিলাক্সেসন'৷ বিভিন্ন পেশিকে একসঙ্গে বেঁধে তারপর শিথিল করা৷ এভাবে আমরা বুঝতে পারি, কতটা স্ট্রেসে আছি৷ এবং এভাবে শরীরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়৷

রিলাক্সেসন প্রশিক্ষক আনিয়া টিসব্যুর্গার বলেন, ‘শরীরের প্রতিটি পেশি আসলে আপনাকে বলে দেয়, কখন তার ভালো অনুভূতি হচ্ছে না৷ আপনার যদি ব্যথা থাকে, আপনি যদি বাঁকা হয়ে বসেন, যদি কাঁধ ঝাঁকান বা দাঁত চেপে থাকেন, তাহলে আপনার সংকেত পাওয়ার কথা৷ কিন্তু যখন আমরা খুব চাপ কিংবা চ্যালেঞ্জের মধ্যে থাকি, তখন ক্রমাগত এই সংকেতগুলি উপেক্ষা করি৷ কারণ হয়ত আমাদের সময় নেই, অর্থাৎ আমরা এতই ব্যস্ত থাকি যে, আমরা এসব অভ্যন্তরীণ সংকেত উপেক্ষা করি৷''

দ্রুত করা যায় এমন একটি ব্যায়াম: মুষ্টি আঁকড়ে ধরুন কিংবা পা টেনে ধরুন৷ তারপর ছেড়ে দিন!

একাংশের দাবি, চিনারা এক হাজারেরও বেশি বছর আগে পেশি নমনীয় করার ব্যয়াম এবং মেডিটেশন শুরু করেছিল৷ একে তারা ‘চি গং' বলত৷ ওষুধশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ ছিল এটি৷ এর মূল নীতি ছিল, শরীর নড়াচড়ার মাধ্যমে মনের ভিতরের অবস্থা প্রকাশ করা৷

চি গং-এর সময় নড়াচড়া করার কারণে সঞ্চালন উদ্দীপিত হয়, হৃৎপিণ্ড ও পেশি আরও ভালোভাবে কাজ করে এবং সুখী হরমোন ডোপামিন নিঃসৃত হয়৷ এটা চাপের বিরুদ্ধে লড়তে সহায়তা করে৷ তাছাড়া চি গং অনেকটা মেডিটেশনের মতো৷

যাঁরা নিয়মিত মেডিটেশন করেন, তাঁদের মস্তিস্কে এমআরআই করে দেখা গিয়েছে, মস্তিস্কের যে অংশে স্ট্রেস ও অ্যাংজাইটি কাজ করে সেই অ্যামিগডালায় কার্যক্রম কম চলছে৷ একই সময়ে যেখানে আত্মসচেতনতা ও সহানুভূতি কাজ করে মস্তিস্কের সেই হিপ্পোক্যাম্পাস অংশ বেশি সক্রিয় আছে৷ রিলাক্সেশন টেকনিক আর মেডিটেশন স্ট্রেস কমানোয় কার্যকর হতে পারে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

টুকিটাকি খবর

Latest News

কনসার্ট শুনতে হাজির এ কে! ৩ মাসের শিশুকে দেখে এটাই করলেন অরিজিৎ বাংলাদেশে মন্দিরে আগুন, সন্দেহের বশে ৭ জনকে হাত - পা বেঁধে পেটাল জনতা, মৃত ২ 'আপনি মারা গিয়েছেন', ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসে শুনলেন ব্যক্তি! জলপাইগুড়িতে ভোট দিতে এসে মালদার প্রিসাইডিং অফিসার জানতে পারলেন, তিনি 'মৃত' ইস্টবেঙ্গলকে অপমান করা মানে মা'কে অপমান করা,মন্ত্রীর প্রতিবাদের পর বললেন সৌরভ কন্যাশ্রী, বন্যাশ্রী সব নিয়ে নিন, তার পর বিজেপিকে ভোট দিন: মিঠুন চক্রবর্তী উলুধ্বনি হল, ছেলেকে সামনে রেখেই মালাবদল, শুভদৃষ্টি হল রাতুল-রূপাঞ্জনার ইস্টবেঙ্গল-ডেম্পোকে পিছনে ফেলে ভারতীয় ফুটবলের সিংহাসন দখল করল মোহনবাগান ঘূর্ণাবর্তে শনিতে বৃষ্টি ৫ জেলায়, ৪০ কিমিতে ঝড়ও হবে, তারপর ফের কবে বর্ষণ নামবে? কোলে চেপে ভোট দিতে এলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা, দেখালেন আঙুলে কালির ছাপ

Latest IPL News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.