ভারত স্বাধীনতা পাওয়ার পর গুটিগুটি পায়ে ৭৫ বছর কেটে গিয়েছে। আর কিছু ঘণ্টার অপেক্ষা তারপরেই দেশ জুড়ে পালিত হবে ৭৬ তম স্বাধীনতা দিবস। এই দিনটাকে মনে রাখতেই প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা অভিযান এনেছেন। দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য। অনেকেই সামিল হয়েছেন এই অনুষ্ঠানে। কেন্দ্রীয় সরকারের আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবেই এটা পালন করা হচ্ছে।
জাতীয় পতাকাকে বাড়িতে লাগিয়ে ছবি তুলতে হচ্ছে কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারে জাতীয় পতাকা লাগিয়ে সেটা harghartiranga.com ওয়েবসাইটে আপলোড করতে হবে এই উদ্যোগে সামিল হতে গেলে। জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই অভিযানে যাঁরা সামিল হবেন তাঁরা পাবেন একটি করে শংসাপত্র। কী করে সেই সার্টিফিকেট ডাউনলোড করবেন জানেন? দেখে নিন।
হর ঘর তেরঙা অভিযানের শংসাপত্র ডাউনলোড করার পদ্ধতি:
Harghartiranga.com ওয়েবসাইটে যান।
সেখানে হোমপেজের Har Ghar Tiranga অপশনে ক্লিক করুন।
তারপর আপলোড সেলফিতে ছবি পোস্ট করুন। সেখানে নিজের নাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে আপলোড করুন।
যখন এই কাজটি করবেন ফোনের লোকেশন অন রাখবেন।
তারপর আপনার লোকেশনে জাতীয় পতাকা পিন করে দিন।
এটা পুরোটা শেষ করলেই শংসাপত্র পেয়ে যাবেন।
তারপর Har Ghar Tiranga শংসাপত্র ডাউনলোড করুন।
ভারতের যে কোনও নাগরিক এতে অংশ নিতে পারবেন।