How to get rid of yellow teeth home remedies: সুন্দর হাসি আরও সুন্দর হয় দাঁতের সৌন্দর্যে। অনেকেই হলদেটে দাঁত নিয়ে সমস্যায় ভোগেন। এই সমস্যা সহজেই দূর করা যেতে পারে।
1/6সুন্দর হাসির জন্য একটি জরুরি ব্যাপার হল দাঁতের সৌন্দর্য। এই কারণে সবাই দাঁত সুন্দর ও ধবধবে সাদা রাখতে চান। তবে অনেকসময় দেখা যায়, বারবার ব্রাশ করলেও দাঁতের হলদেভাব সহজে দূর হচ্ছে না। বিশেষজ্ঞদের কথায়, দাঁতের হলদেভাব কিছু জীবাণুর কারণে হয়। জীবাণুগুলি নষ্ট হলেই হলদেটে ভাব অনেকটা মিটে যেতে পারে। (Freepik)
2/6দাঁত হলুদ হলে প্রায়ই অপ্রস্তুতে পড়তে হয়। কোনও অনুষ্ঠান বা উৎসবে গেলে আমরা দাঁত নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করি। তবে কিছু ঘরোয়া উপায় দাঁতের হলুদ দাগ দূর করতে সাহায্য করে। সাধারণ ব্রাশ করে অনেকসময় দাঁতের হলদেটে ভাব দূর করা যায় না। এমন অবস্থায় এই উপায়গুলি যথেষ্ট কার্যকরী। (Freepik)
3/6দাঁতের হলদেটে ভাব দূর করতে অব্যর্থ ওষুধ হল নিমগাছের ডাল। রোজ নিমগাছের ডাল দিয়ে দাঁত মাজলে কয়েকদিনেই হলুদ দাগ দূর হয়ে যাবে। নিমের ডালে জীবাণুনাশক গুণ রয়েছে। সেগুলিই ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে। (Freepik)
4/6কলার খোসাও দাঁত ধবধবে সাদা করতে সাহায্য করে। খোসার ভিতরের সাদা অংশ দাঁতে ভালো করে ঘষতে হবে। এরপর হালকা গরম জল দিয়ে মুখ কুলকুচি করে ধুয়ে ফেলতে হবে। কিছুদিন সকালে নিয়ম করে এই রুটিন মেনে চলুন। পার্থক্যটা নিজে থেকেই ধরা পড়বে। (Freepik)
5/6স্ট্রবেরি দাঁতে ঘষেও দাঁত সুন্দর করে তোলা যায়। এটির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে যা হলদেটে ভাবকে সহজেই দূর করে দেয়। দেখা গিয়েছে, নিয়মিত স্ট্রবেরি দিয়ে দাঁত ঘষলে কিছু দিনেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। (Freepik)
6/6সর্ষের তেল আর নুনের মিশ্রণও দাঁতের হলুদভাব দূর করতে উপকারী। অর্ধেক চামচ সর্ষের তেলে এক চিমটে নুন মিশিয়ে মিশ্রণটি দিয়ে দাঁত মাজতে হবে। নিয়মিত কিছু দিন মিশ্রণটি ব্যবহার করলে সহজেই হলদেটে ভাব দূর করা সম্ভব। (Freepik)