বিট স্বাস্থ্যের জন্য যে খুব উপকারি তা তো বলাই বাহুল্য। কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই বিট আমাদের ত্বকের জন্যও খুব উপকারি। এটি ত্বকের অনেক সমস্যা নিরাময় করে এবং প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য। বিট বডি ক্লিনজার হিসাবে কাজ করে ব্রণ, ব্রণের দাগ এবং পিগমেন্টেশন দূর করে, ত্বককে উজ্জ্বল রাখে।
এখন বিয়ের মরশুম চলছে, তাছাড়া এই শীতকাল জুড়ে নানা উৎসব, অনুষ্ঠান লেগেই থাকে। ভিড়ের মধ্যে আলাদা করে নজর কাড়তে বিট দিয়ে এইসব ঘরোয়া উপায়েই নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।
নিয়মিত বিট ব্যবহার করলে, আপনি মাত্র কয়েক দিনের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু উপায় যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই পাবেন দারুণ গ্লো।
আরও পড়ুন: হিটিং রড দিয়ে জল গরম করা যাচ্ছে না? জমেছে পুরু সাদা স্তর? এই ঘরোয়া উপায়ে নিমেষ হবে রূপোর মতো চকচকে
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দই ও মধুর সঙ্গে বিট ব্যবহার করতে পারেন। কয়েক টুকরো বিট থেঁতো করে তাতে দুই চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে নিয়ে মুখে লাগান ভালো ফল পাবেন।
ত্বক উজ্জ্বল করতে, আপনি বিটের একটি ঘন পেস্ট তৈরি করে তাতে এক চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে পারেন। এই পেস্টটি প্রতিদিন ১৫ মিনিটের জন্য ব্যবহার করলে পরিবর্তন দেখতে পাবেন।
আরও পড়ুন: বিয়ে বাড়ির দুই দিন আগে মুখে ব্রণ হয়েছে? এই টিপসেই চটজলদি মিলবে মুক্তি
শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তাঁর মধ্যে যাঁদের ড্রাই স্ক্রিন তাঁদের তো আরও বেশি সমস্যায় পড়তে হয়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিট নিন এবং এর ঘন পেস্ট তৈরি করুন। এবার এতে কিছুটা অ্যালোভেরা জেল বা আসল অ্যালোভেরা যোগ করুন এবং আলতো করে মিশিয়ে নিন। এই পেস্টটি ২০ মিনিটের জন্য মুখে রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। তাতেও বেশ উপকার পাবেন।
ব্রণের সমস্যা থাকলে ২ চামচ বেকিং পাউডারের সঙ্গে ১ চামচ নিম পাতার গুঁড়ো, ২ চামচ বিটের গুঁড়ো বা বাটা এবং ২ চামচ বেকিং পাউডার মিশিয়ে মুখে ব্যবহার করুন। মুখ সম্পূর্ণ শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি সপ্তাহে দুবার লাগান। পরিবর্তন দেখতে পাবেন।