খবরের কাগজ পড়া অনেকেরই প্রতিদিনের অভ্যাস। সকালের চায়ের কাপের সঙ্গে খবেরর কাগজ দিয়েই অনেকে দিন শুরু করেন। তবে ইন্টারনেটের যুগে সবাই অনলাইনেই বিভিন্ন খবরাখবর দেখে নেন। তাই খবরের কাগজ পড়া পাঠকদের সংখ্যা বর্তমানে অনেকটা কমে গেলেও। এখনও খবরের কাগজের জনপ্রিয়তা কমেনি। কিন্তু প্রতিদিন সংবাদপত্র জমতে জমতে অনেক সময় তা জমতে জমতে পাহাড় হয়ে যায়।
তাই বেশির ভাগ মানুষজন মাস শেষে এসব পত্রিকা ও খবরের কাগজ বিক্রি করে দেন। তবে আপনি চাইলে এসব কাগজ বাড়ির বিভিন্ন কাজে লাগাতে পারেন। চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: প্রিয় আচার কি খারাপ হয়ে গিয়েছে? ৫ লক্ষণ দেখলেই বুঝে যাবেন
জানলা পরিষ্কার করার জন্য অনেকেই শুকনো কাপড় ব্যবহার করেন। তা কাচতে হয়, শুকাতে হয়। এই কাপড়ের বদলে পুরনো কাগজ ব্যবহার করতে পারেন। এতে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
তাছাড়া শুকনো কাগজ ব্যবহার করলে জানালার ভিজে ভাবও কাগজ টেনে নেয়। ফলে আরও ঝকঝকে হয়ে যায় জানলা। শুধু বাড়ির কাচের জানলা নয়, গাড়ির কাঁচও এভাবে পরিষ্কার করতে পারেন।
আরও পড়ুন: পার্লারে না গিয়ে ঘরে বসেই গ্রিন টি দিয়ে করুন ফেসিয়াল, উপকারের লিস্ট এত লম্বা
খবরের কাগজ ভিজে ভাব শোষণ করে নেয়। তাই তাকের ওপর পেতে এটি ব্যবহার করা যেতেই পারে। রান্নাঘরের তাকে খবরের কাগজ পেতে তার ওপর জিনিসপত্র রাখলে তাকে তেলচিটে ভাব হয় না। এছাড়াও জামাকাপড় বা বই রাখার তাকেও খবরের কাগজ পেতে রাখতে পারেন। এ ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে তেলচিটে হয়ে গেলে খবরের কাগজ ফেলে দেওয়া যায়।
তাছাড়াও পাউরুটি সেঁকার পর গ্রিলের ওপর অনেক সময় পোড়া টুকরো লেগে থাকে তাতে নোংরা হয়ে যায়। এইগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। এক্ষেত্রে প্রথমে গ্রিল ঠাণ্ডা করে নিন। তারপর তা জল দিয়ে ধুয়ে খবরের কাগজ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।
এই একই ভাবে বারবিকিউয়ের ক্ষেত্রেও খবরের কাগজ দিয়ে পরিষ্কার করা যেতে পারে। এক্ষেত্রে চার পাঁচটা কাগজ রেখে তার ওপর জল স্প্রে করুন। তারপর ওপরে খবরের কাগজের দিয়ে ১৫ মিনিট ধরে রেখে দিন। এল পর কাগজ সরিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে গ্রিল পরিষ্কার করে নিতে পারেন।