Hug Day 2023 know the best hug for your partner: Hug Day ১২ ফেব্রুয়ারি। এদিন সঙ্গীকে জড়িয়ে ধরার দিন। শুধু hug করলেই হয় না, hug করার শ্রেষ্ঠ উপায় জানা চাই।
1/6১২ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-এর ষষ্ঠ দিন। এদিন hug ডে অর্থাৎ প্রিয় মানুষকে জড়িয়ে ধরার দিন। শুধু জড়িয়ে ধরলেই হয় না। জড়িয়ে ধরার কায়দাতেও আছে রকমফের। (Freepik)
2/6বিয়ার hug: একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরাকে বলে বিয়ার hug। পরস্পরকে ভীষণ ভালোবাসলে এমনভাবেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। এতে দুজনেই যেন স্বস্তি খুঁজে পান। (Freepik)
3/6পোলাইট hug: সহকর্মী বা বন্ধুকেও এভাবে জড়িয়ে ধরা যায়। এই ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে কাঁধে বা কোমরে হাত রেখে hug করা হয়। শুধু শরীরের উপরের অংশ এতে কাছাকাছি আসে। সঙ্গীরা সাধারণত এমন hug করেন না। (Freepik)
4/6ওয়ানওয়ে hug: এই hug-এ সামনের জন জড়িয়ে ধরেন। শুধু বুকে মাথা রাখেন স্বস্তিতে। অন্যজন জড়িয়ে ধরেন শক্ত করে। সম্পর্ক গভীর হলে এমন hug করেন সঙ্গী। যত্নশীল সঙ্গীরা এভাবেই জড়িয়ে ধরেন সাধারণত। (Freepik)
5/6ইন্টিমেট hug: এভাবে জড়িয়ে ধরাটা খুব নিবিড় জড়িয়ে ধরা। সঙ্গী খুব বিশ্বাস ও ভরসা থেকে এভাবে জড়িয়ে ধরেন। অনেকটা পথ হাত ধরে চলতে চান তিনি। (Freepik)
6/6ব্যাক hug: পিছন থেকে জড়িয়ে ধরাকে বলে ব্যাক hug। ভালোবাসার মানুষকে সুরক্ষিত রাখতে এভাবে hug করেন সঙ্গী। আপনাকে সবসময় সুরক্ষিত রাখতে চাওয়ার ইঙ্গিত এই hug। (Freepik)