বাংলা নিউজ > টুকিটাকি > Huge plastic waste: ২০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে! বড় সড় বিপদ থেকে কি আর রেহাই নেই? আশঙ্কায় বিজ্ঞানীরা

Huge plastic waste: ২০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে! বড় সড় বিপদ থেকে কি আর রেহাই নেই? আশঙ্কায় বিজ্ঞানীরা

২০ লাখ টন প্লাস্টিক জমেছে সমুদ্রের নিচে (HT_PRINT)

Huge plastic waste: ২০ লাখ টন প্লাস্টিক জমেছে সমুদ্রের নিচে। এই হার ক্রমেই বাড়ছে। ২০ বছরেই ঘনিয়ে আসবে বড় বিপদ।

গত কয়েক দশকে হু হু করে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বর্জ্যের পরিমাণ। প্লাস্টিক বর্জ্য বায়ু, মাটি ও জল সব কিছুই দূষিত করে। তাই এগুলি রিসাইক্লিং অর্থাৎ পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলার কথা বলেন বিশেষজ্ঞরা। সেই মতো অনেক জায়গায় প্লাস্টিক রিসাইক্লিংও করা হয়। তবে এরপরেও মানুষের ভুলে অনেক প্লাস্টিক মিশে যায় জল ও মাটির মধ্যে। জলের মধ্যে মিশে তা ধীরে ধীরে দূষিত করে সমুদ্রের জলকে। ১৯৭৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত লাগাতার প্লাস্টিক জমা হচ্ছে সমুদ্রের গর্ভে। তার পরিমাণ কত? সংখ্যাটা শুনলে ভিরমি খাবেন রীতিমতো।

আরও পড়ুন: বৈষম্য ঘুচল, এবার মহিলারাও টপলেস নামতে পারবেন বার্লিনের সুইমিং পুলে

আরও পড়ুন: এত কম দিনে জন্ম সম্ভব? মাতৃগর্ভে সবচেয়ে কম সময় থাকার রেকর্ড দুই যমজ শিশু

বিজ্ঞানীদের কথায় ১৭০ ট্রিলিয়ন প্লাস্টিক জমা হয়েছে গত ১৭ বছরে। ২০০৫ সাল থেকে সমুদ্রের তলায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ১৭০,০০০,০০০,০০০,০০০। অর্থাৎ সতেরোর পর ১৩টি শূন্য। এই জমে থাকা বর্জ্যের ওজনও কম নয়। রীতিমতো বিশাল ভারী এই বর্জ্যের ওজন ২ মিলিয়ন টন অর্থাৎ ২০ লাখ টন। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। ১৯৭৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সমুদ্রের তলায় প্লাস্টিক জমার হার বিচার করেই প্রকাশ করা হয়েছে পরিসংখ্যান। যা রীতিমতো পৃথিবীর ভবিষ্যতের জন্য বড়সড় বিপদ। তবে এটুকুতেই থেমে থাকেননি বিজ্ঞানীরা। আগামীর চেহারাও বেশ স্পষ্ট করে দিয়েছে তাদের এই গবেষণা।

আরও পড়ুন: দিব্যি হাসে, গালে টোলও পড়ে, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি! কী বলছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন: কুচকুচে কালো কেঁচো যেন কিলবিল করছে থালায়! থাইল্যান্ডের এই পদ নাকি জিভে জল আনে!

৫ জায়ার ইন্সটিউটের গবেষণাকারীরা জানিয়েছেন, আগামী ২০ বছরে এই প্লাস্টিক বর্জ্যের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। বিপদ জানা সত্ত্বেও গোটা বিশ্বে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ বেড়েই চলেছে। এর জেরে ২০৪০ সালের শেষে সমুদ্রের তলায় জমা হবে তিনগুণ বেশি প্লাস্টিক বর্জ্য। যা রীতিমতো সামুদ্রিক প্রাণীদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই বর্জ্যের কারণে তাদের অস্তিত্ব সংকটের মুখে ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score