বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video: ‘আমি তো পশুপ্রেমী’, কুকুরকে লাথি মেরে সাফাই ইনফ্লুয়েন্সরের

Viral Video: ‘আমি তো পশুপ্রেমী’, কুকুরকে লাথি মেরে সাফাই ইনফ্লুয়েন্সরের

কাজল কিরণের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। 

Animal Abuse: ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সর কাজল কিরণের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে কাজলকে দেখা গিয়েছে, একটি কুকুরকে গালিগালাজ ও লাথি মারতে। তাতে জমেছে বিক্ষোভের পাহাড়। 

কাজল কিরণ নামে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সরের পশু নির্যাতনের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটি কাজলের অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে এবং তার জায়গায় কুকুরকে খাওয়ানোর ভিডিয়ো পোস্ট করা হয়েছে। কিন্তু তাতে সাধারণ মানুষের রাগ বিন্দুমাত্র কমেনি। এবং পুরনো ভিডিয়োটি এখনও টুইটারে দেখা যাচ্ছে। আর সেটি দেখে অনেকেই তাঁর প্রতি চরম বিরক্তি প্রকাশ করছেন।

ইনস্টাগ্রামে কাজল কিরণের প্রায় ১ লাখ ২১ হাজার ফলোয়ার রয়েছেন। হালে এক ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি একটি কুকুরকে লাথি মারছেন। সেই ভিডিয়ো সামনে আসার পরে, লোকেরা কাজল কিরণের অন্যান্য ভিডিয়োগুলিতেও সমালোচনায় ভরিয়ে দিয়েছেন।

ভিডিয়ো ভাইরাল হলে ক্ষমা চেয়েছেন কাজল

ভিডিয়োটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া দেখে ক্ষমা চেয়েছেন কাজল। তিনি একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে বলেছেন যে, তিনি নাকি একজন পশুপ্রেমী। অবলা প্রাণীর প্রতি অশালীন শব্দ ব্যবহার প্রসঙ্গে তিনি বলেছেন, দিল্লি বা মুম্বইয়ে এ ধরনের ভাষা খুব সাধারণ ব্যাপার। তাই তিনি বুঝতে পারেননি।

কী বলেছেন কাজল কিরণ

ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিয়োয় কাজল কিরণ বলেছেন, ‘গতকাল যা ঘটেছে, তাতে বিষয়টি পরিষ্কার করে বোঝা যায়নি। আমি পশুপাখি খুব ভালোবাসি। আমি কুকুরটিকে আদর করার চেষ্টা করেছিলাম। কিন্তু যখন ও আমার কাছাকাছি আসে, আমি ভয় পেয়ে যাই। তাই আমি ওকে লাথি মেরেছিলাম। নোংরা ভাষার ব্যবহার করে ফেলি, এ জন্য আমি সত্যিই সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন দিল্লি-মুম্বইয়ের ভাষা… মুখ থেকে কখনও সখনও গালাগালি বেরিয়ে আসে। তবে আমি পশুপাখিদের খুব ভালোবাসি এবং আমি আমার চারপাশের সবাইকে ভালোবাসি। আমার ভিডিয়ো দেখে আপনাদের যে কষ্ট হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এমন কিছু হবে, আমি ভাবিনি।’

একটি ইনস্টাগ্রাম ভিডিয়োয় ক্ষমা চেয়ে কাজল আরও বলেছেন, ‘আমি আপনাদের ঘৃণা পাত্রী হতে চাই না, আমি আপনাদের ভালোবাসা পেতে চাই। আমিও মানুষ, এটা ঠিক যে আমিও কিছু ভুল করি। আপনারা আমাকে সেটি বলুন।’

স্বেচ্ছাসেবী সংগঠনও বিরক্তি প্রকাশ করেছে

অ্যানিমাল হোপ অ্যান্ড ওয়েলনেস নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন এই ঘটনা সম্পর্কে বলেছে, ‘এটি মোটেই কোনও রসিকতা ছিল না, এটি একটি জঘন্য কাজ। আমরা অনুমান করতে পারি, এটি আপনার এবং আপনার চারপাশের অনেকের জন্য খুব মজার। কিন্তু আমাদের অনেকের জন্য নয়। আপনি আপনার আসল চেহারা দেখিয়েছেন, তাই আপনি এখন আর ভান করবেন না।’ এর পরে ওই সংগঠনের তরফে দেওয়া হয়েছে কড়া বার্তা। বলা হয়েছে, ‘আপনি এখন থেকে কোনও প্রাণীর কাছাকাছি যাবেন না, তাহলে তারা অনেক ভালো থাকবে।’

গায়ক জান কুমার সানুও সমালোচনা করেছেন

গায়ক জান কুমার সানু এই ঘটনার পরে কাজল কিরণের অ্যাকাউন্ট রিপোর্ট করার জন্য সকলের কাছে আবেদন করেছিলেন এবং বলেছিলেন, যাঁর কোনও অনুশোচনা নেই। তিনি ‘ভয় পেয়ে’ এমন কাজ করেছেন, বিশ্বাস হয় না। জান কুমার সানু বলেছেন, ‘দু’মিনিটের সস্তা খ্যাতির জন্য আপনি একটি অবলা প্রাণীর সঙ্গে এটি করতে পারেন না। কেউ যদি আপনার সঙ্গে এমন আচরণ করে, তবে আপনার কেমন লাগবে?’

টুকিটাকি খবর

Latest News

বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.