Fan's Speed and Electricity: ফ্যানের স্পিড কমিয়ে রাখলে কি বিদ্যুতের খরচ কমে? কী বলছেন বিশেষজ্ঞরা?
1/8গরমকাল আসছে। প্রত্যেকের বাড়িতেই ফ্যানের ব্যবহার বাড়বে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুতের খরচ। অনেকেই বিদ্যুতের খরচ কমাতে, দিনের একটা বড় সময় ফ্যান আস্তে ঘোরান। রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের গতি কমিতে রাখেন। কিন্তু এতে কোনও লাভ হয় কি?
2/8অনেকেই মনে করেন, রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের স্পিড কমালে, তাতে ইলেট্রিসিটির খরচ কমে। কারণ ফ্যান আস্তে ঘুরলে বিদ্যুতের জোগান কম লাগে। কিন্তু কথাটা কি আদৌ ঠিক?
3/8বিশেষজ্ঞরা বলছেন, এটি বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে, রেগুলেটরের ধরন। তার উপরেই নির্ভর করে ফ্যান আস্তে ঘোরালে বিদ্যুতের খরচ কমবে কি না।
4/8আগে সিলিং ফ্যানের জন্য বিশেষ ধরনের রেগুলেটর বেশি ব্যবহার করা হত। এগুলিতে ১ থেকে ৫ বা ৬ পর্যন্ত স্পিডের ঘর থাকত। আর একটি থাকত বন্ধ করে দেওয়ার ঘর। মানে, ০।
5/8এই ধরনের রেগুলেটর ভোল্টেজের মাত্রা কমিয়ে ফ্যানের গতি কমাতো। এতে বিদ্যুতের খরচে কোনও পার্থক্য হত না। অর্থাৎ ১ থেকে ৫— সবেতেই একই পরিমাণে বিদ্যুতের খরচ হত।
6/8এখনও যাঁদের বাড়িতে এই ধরনের রেগুলেটর ব্যবহার করা হয়, তাঁদের ক্ষেত্রেও ফ্যানের গতি সঙ্গে বিদ্যুতের খরচের তারতম্যের কোনও সম্পর্ক নেই।
7/8এখনও বেশির ভাগ বাড়িতেই ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহার করা হয়। এগুলিতে রেজিসটরের মাত্রা বাড়িয়ে ফ্যানের গিত কমানো হয়। এতে তাপ উৎপাদন কমে। এবং একই সঙ্গে কম বিদ্যুতের খরচও।
8/8তাই যাঁরা নতুন প্রযুক্তির ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে ফ্যানের গতি কমালে ইলেকট্রিকের খরচ কমে।