শপিং মলের টয়লেটেও এবার সামাজিক বিভাজন। ভিআইপি ব্যক্তিদের জন্য ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। সাধারণ মানুষের জন্য নোংরা, অপরিচ্ছন্ন টয়লেট। একাধিল দুর্দান্ত শপিং মলে ঘেরা বেঙ্গালুরুতে এমনই অবস্থা। একটি রেডিট পোস্ট ভাইরাল হওয়ার পরে বেঙ্গালুরুর একটি মল এখন বড় বিতর্কের সম্মুখীন।
আসলে, এদিন একজন ইন্টারনেট ইউজার, হোয়াইটফিল্ডের একটি সুপরিচিত মলে গিয়ে নিজের অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। রেডিট-এ পোস্ট করে তিনি এমনই একটি টয়লেট বা রেস্টরুম পলিসির কথা ফাঁস করেছেন, যা অনলাইনে অনেকেরই রাগের কারণ হয়েছে।
আরও পড়ুন: (Vishwakarma puja: জানেন বিশ্বকর্মার সন্তানদের পরিচয়? রামায়ণেও রয়েছে তাঁদের উল্লেখ)
১,০০০ টাকা না দিলে টয়লেট নয়
ওই ইউজার শেয়ার করেছেন যে তাঁরা চার্চ স্ট্রিট থেকে বেঙ্গালুরুর এক মলে কেনাকাটা করতে এসেছিলেন। ১,০০০ টাকা খরচ না করার কারণে, তাঁদের মলের বিশেষ রেস্টরুম বা টয়লেটে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি এরপর তাঁদের অন্যান্য ফ্লোরের এমন কয়েকটি টয়লেট ব্যবহার করার জন্য পাঠানো হয়েছিল, যেগুলির অবস্থা ছিল অত্যন্ত খারাপ। ইউজারের দাবি, অন্য ফ্লোরের টয়লেটে একসঙ্গে অনেক লোক পাঠানোর কারণে, এগুলো অনেক নোংরা হয়ে পড়েছিল। বেশিরভাগ ফ্লাশও কাজ করেনি। মলের এমন নিয়ম দেখে হতবাক হয়ে তিনি।
আরও পড়ুন: (Viral news: একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির)
নেটিজেনরা কে কী বলছেন
বেশ কয়েকজন নেটিজেন, মলের অন্যান্য ফ্লোরের টয়লেটগুলোর খারাপ অবস্থা সম্পর্কে অভিযোগ ঠুকেছেন। একজন বলেছেন, 'অন্য ফ্লোরের টয়লেটগুলো জঘন্য। তাই কোনও পরিষ্কার টয়লেট ব্যবহার করার জন্য চার্জ করা অন্যায়।' আরও একজন যোগ করেছেন, 'এটা অন্যায়। প্রত্যেককেই সমান পরিষ্কার পরিচ্ছন্ন সুবিধা দেওয়া উচিত।' অনেকেই যদিও বিষয়টিকে হালকাভাবে নিলেন, একজন তো খানিকটা মজা করেই বললেন, 'আপনি কি প্রতি ফ্লাশেই ১,০০০ টাকার আনন্দ নিতে পারেন, নাকি?'
আরও পড়ুন: (Health Report: ৭১ শতাংশ কর্মচারী চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করে, চমক রিপোর্টে)
বলা বাহুল্য, এই পোস্টটি, দ্রুত মনোযোগ আকর্ষণ করেছে মানুষের। একজন বললেন, 'টয়লেটটি কি আসলেই বিশেষ, নাকি কেবল আমাদের মতো সাধারণ লোকদের থেকে দূরে রাখার জন্য এমন নিয়ম? অন্য একজন ব্যবহারকারী তাঁর সঙ্গে একমত হয়েছেন। তৃতীয় ব্যক্তি আবার যা ঘটছে তা বিশ্বাস করতে পারেননি। তাই বলেছেন, 'আমি বিশ্বাস করতে পারছি না যে এটি সত্যিই ২০২৪ সালে ঘটছে। এর পরে কী হবে, ভিআইপি লিফট?'