বাংলা নিউজ > টুকিটাকি > Indian Train Video: ভিড় দেখে ভীত মহিলা, বিরাট কথা বললেন টিটিইকে! পালটা টিটিইর প্রতিক্রিয়ার ভিডিয়ো ভাইরাল
পরবর্তী খবর

Indian Train Video: ভিড় দেখে ভীত মহিলা, বিরাট কথা বললেন টিটিইকে! পালটা টিটিইর প্রতিক্রিয়ার ভিডিয়ো ভাইরাল

টিটিইর প্রতিক্রিয়ার ভিডিয়ো ভাইরাল (@rohitt_tripathi/X)

Indian Train Video: একজন মহিলা ট্রেনে পুরুষদের ভিড় দেখে টিটিইকে কোচ বদলানোর দাবি জানাতে শুরু করেন। কিন্তু এর পর TTE-এর প্রতিক্রিয়া ছিল দেখার মতো।

বললেই যে শুনতে হবে, এমন কোনও কথা নেই। চাইলে হাজারও অনুরোধে 'না' বলা যায়! মন্ত্রী হলেই একমাত্র অন্য কোচে জায়গা করে দেওয়া সম্ভব। সাধারণ টিটিইর পক্ষে তা কি অসম্ভব! সম্প্রতি ভারতীয় রেলওয়ের একটি ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা দেখে এমনই মন্তব্য করে রাগ প্রকাশ করছেন নেটিজেন।

ট্রেনের অনেক ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। অনেক ভিডিয়ো চমকে দেওয়ার মতো এবং কিছু এমন রয়েছে, যে আমরা সেগুলি দেখার পরে অবাক হয়ে যাই। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে, যা আসলে একজন ট্যাভেলিং টিকিট এক্সামিনার অর্থাৎ টিটিই এবং একজন মহিলার। ভিডিয়োতে দু'জনের কথোপকথন শুনে অবাক নেটিজেন।

  • ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে

ওখা থেকে কানপুর সেন্ট্রাল পর্যন্ত ট্রেন ২২৯৬৯-এ ঘটনাটি ঘটেছে। একজন মহিলা বারবার টিটিইর কাছে তাঁকে একটু জায়গা করেনদেওয়ার জন্য দাবি করছিলেন৷ কোচে শুধু পুরুষ যাত্রীদের প্রচুর ভিড় ছিল। তাই মহিলা অন্য কোচে সিট চেয়েছিলেন। তখনই ভিডিয়োতে মহিলাটিকে টিটিইকে বলতে দেখা গিয়েছিল যে তাঁর কোচে খুব ভিড় এবং কোনও মেয়ে বা মহিলার পক্ষে সেখানে প্রবেশ করা কঠিন। একা ভ্রমণ তো দূরের কথা।

এদিকে, মহিলাকে সাহায্য করার পরিবর্তে, টিটিই তাঁর কাছে অদ্ভুত অজুহাত দেখিয়েছেন। মহিলা যখন বলেছিলেন যে কোচে এত লোকের ভিড় যে প্রবেশ করাও কঠিন, তখন টিটিইকে হাত গুটিয়ে বলতে দেখা গিয়েছিল – আমি কিছু করতে পারব না। আমি বেশি ট্রেন আনতে পারব না, আমি রেলমন্ত্রী নই। এই ভিডিওটি রোহিত ত্রিপাঠি নামে একজন ব্যবহারকারী তাঁর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন। ভিডিয়োটি দেখে অনেকেই টিটিই-র এমন খারিজ প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। কেউ কেউ আবার ট্রেন বাড়ানোর পরামর্শও দিয়েছেন।

  • এর আগেও ভিডিয়ো ভাইরাল হয়েছে

এর আগেও টিটিই এবং ভারতীয় ট্রেনের এমন অনেক ভিডিয়ো সামনে এসেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এ ধরনের ভিডিও শেয়ার হওয়ার অনেক ঘটনা বেড়েছে। এর আগেও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল যাতে সাধারণ কোচের টয়লেটে বসে লোকজনকে ভ্রমণ করতে দেখা গিয়েছিল। এসি ছাড়া কোচগুলোতে প্রায়ই এমন মানুষের ভিড় দেখা গিয়েছে আগাগোড়াই। শুধু তাই নয়, অনেক সময় এসি বগিতেও একই দৃশ্য চোখে পড়েছে।

Latest News

‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি শতরূপা রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস… 'কথা দিয়েও রাখলেন না' রাজ্যপাল, ক্ষুব্ধ হলেন আন্দোলনকারী চিকিৎসক-নার্সরা 'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.