বাংলা নিউজ > টুকিটাকি > Death in Covid-19: সরকারি হিসাবে কোভিডে মৃতের সংখ্যার চেয়ে আসল সংখ্যা ৮ গুণ বেশি, দাবি Lancet-এর
পরবর্তী খবর

Death in Covid-19: সরকারি হিসাবে কোভিডে মৃতের সংখ্যার চেয়ে আসল সংখ্যা ৮ গুণ বেশি, দাবি Lancet-এর

ভারতে কত জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন? (ফাইল ছবি)

সরকারি হিসাবে যখন দেশে করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষের কম। Lancet পত্রিকার রিপোর্ট বলছে, তখন সংখ্যাটি আসলে ৪০ লক্ষের বেশি। 

দেশে কোভিড আক্রান্ত হয়ে কত জন মারা গিয়েছেন? সরকারি হিসাব যা বলছে, তাকে প্রশ্নের মুখে ফেলে গিল Lancet পত্রিকার রিপোর্ট। এই জার্নালে দাবি করা হয়েছে, সরকারি খাতায়কলমে ভারতে যত জন কোভিড আক্রান্তের মৃত্যুর কথা বলা হয়েছে, আসল সংখ্যাটি তার চেয়ে ৮ গুণ বেশি।

হালে কোভিড নিয়ে গোটা পৃথিবীর নানা পরিসংখ্যান প্রকাশিত হয়েছে এই পত্রিকায়। সেখানে দাবি করা হয়েছে, গোটা পৃথিবীতেই কোভিডে মৃতের সংখ্যায় কিছু কারচুপি আছে। পত্রিকার মতে, পআসলে সারা পৃথিবী জুড়ে কোভিডে মৃতের সংখ্যা বিভিন্ন দেশের দেওয়ার সংখ্যার চেয়ে প্রায় ৩ গুণ বেশি।

গোটা পৃথিবীরই নয়, দেশভিত্তিক পরিসংখ্যানও দেওয়া হয়েছে এই রিপোর্টে। সেখানেই উঠে এসেছে ভারতের নাম। তাতে দাবি করা হয়েছে, ভারতে কোভিডে মৃতের সংখ্যাও বিরাট। কিন্তু সরকারিভাবে তার ৮ ভাগের ১ ভাগ মৃত বলে জানানো হয়েছে। 

সরকারি হিসাবে দেশে যত ক্ষণ পর্যন্ত কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজার বলে দাবি করা হয়েছিল, Lancet-এর দাবি, তখন কোভিড সংক্রমণে প্রকৃত মৃতের সংখ্যা প্রায় ৪০ লক্ষ ৭ হাজার। সব মিলিয়ে ৮ গুণ বেশি আসল সংখ্যা। 

ভারতে সরকারি রিপোর্ট বলছে, প্রতি ১ লক্ষ কোভিড আক্রান্তের মধ্যে ১৮.৩ জনের মৃত্যু হয়েছে। সেখানে Lancet-এর রিপোর্ট বলছে, ভারতে প্রতি ১ লক্ষ কোভিড আক্রান্তের মধ্যে প্রায় ১৫২.৫ জনের মৃত্যু হয়েছে। 

এর আগেও Lancet-এর তরফে কোভিড নিয়ে এমন পরিসংখ্যান প্রকাশ হয়েছে, যা বিভিন্ন দেশের সরকারি হিসাবের সঙ্গে মেলেনি। যদিও এই পত্রিকার তরফে দাবি করা হয়, নির্ভরযোগ্য সূত্রের উপর ভিত্তি করেই তাদের তরফে পরিসংখ্যান বানানো হয়।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

অষ্টমীর রাতে লোকালয়ে ঢুকে তাণ্ডব দাঁতালের, হাতির হানায় মৃত্যু শিশুর, আহত মা হাইকোর্টে জামিন পাওয়া ৯ ছাত্রকে মুক্তি দিতে গড়িমসি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ‘‌গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়’‌, চাপ বাড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন আলাপন ফের শূন্য শ্রেয়সের, সেট হয়ে আউট রাহানে, রঞ্জির শুরুতেই পিছিয়ে পড়ল মুম্বই অনিকেতের পর ICU-তে আরও এক অনশনকারী, ‘প্রশাসন শুনতে পাচ্ছেন?’ ক্ষুব্ধ কিঞ্জল আরজি কর হাসপাতালে ঘুরপাক খাচ্ছিল সঞ্জয়, ৫৩টি সিসিটিভি ফুটেজে কী পেল সিবিআই? অনশনকারীরা মৃত্যুর দিকে…ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়…মোদীকে চিঠি ফেমার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ২৪৭ জন বিজ্ঞানীর হরিয়ানায় নতুন বিজেপি সরকার শপথ নেবে কবে?‌ অনুষ্ঠানে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী মা-কে বরণ করতে গিয়ে ফের বেসামাল কাজল! সিঁড়ি থেকে নামতে গিয়ে কী কাণ্ড ঘটালেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.