বাংলা নিউজ > টুকিটাকি > India's longest rail route: ৮০ ঘণ্টা কাটাতে হবে শুধু ট্রেনে ভিতরেই, ভারতের দীর্ঘতম রেল রুটে চড়বেন নাকি

India's longest rail route: ৮০ ঘণ্টা কাটাতে হবে শুধু ট্রেনে ভিতরেই, ভারতের দীর্ঘতম রেল রুটে চড়বেন নাকি

দীর্ঘতম রেল রুট কোনটা জানেন (Google map)

India's longest rail route: রেলপথ ভারতের সুবিশাল পরিবহন ব্যবস্থা। সারা ভারত জুড়ে জালের মতো বিছিয়ে পরিষেবা। কিন্তু দীর্ঘতম রেল রুট কোনটা জানেন?

ভারতের রেল পরিষেবা অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। সারা ভারত জুড়ে জালের মতো বিছিয়ে রয়েছে রেললাইন। শুধু তাই নয়, ভারতেই রয়েছে বিশ্বের বৃহত্তম রেল পরিষেবা। তাই এই রেল ব্যবস্থার উপরেই নির্ভর করতে সারা দেশকে‌‌। রোজ লাখ লাখ যাত্রী এই রেলপথ দিয়েই তাদের নিজের নিজের গন্তব্যে পৌঁছে যান। আবার কাজকর্ম সেরে এই রেলপথ দিয়েই বাড়ি ফিরে আসেন তাঁরা। একদিক থেকে ট্রেনে করে ঘুরে বেড়ানো বেশ আরামের। ট্রেনে চেপে অনেক অনেক দূরে দূরে যাওয়া যায়। যা প্লেন ছাড়া অন্য যানবাহনে যাওয়া মুশকিল। তাছাড়া, প্লেনের পরেই খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় ট্রেন। যদিও প্লেনের ভাড়ার সঙ্গে ট্রেনের ভাড়ার কোনও তুলনা হয় না। তাই বেশিরভাগ লোক ট্রেনে করেই নিজের গন্তব্যে যেতে ভালোবাসেন।

আরও পড়ুন: ডায়াবিটিসে ভুগলে সারা দিনে কী খাবেন ভাবছেন? রইল সেরা খাবারের দিলখুশ করা তালিকা

আরও পড়ুন: ঘরে মৃত কুকুরের পাহাড়! বীভৎস হত্যার কারণ কী? জেরার মুখে বৃদ্ধের উত্তরও ভয়ানক

কিন্তু ট্রেনে চেপে কোথাও যেতে গেলে মুশকিল হবে না তাও কিন্তু নয়। বেশ কিছু জায়গায়‌ ট্রেন পৌঁছাতে অনেকটাই সময় নেয়। ততটা সময় ট্রেনে বসে থাকতে থাকতে রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেন অনেকেই। আর সেটাই তো স্বাভাবিক। দূরপাল্লার ট্রেনগুলিতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হলে কিছু কিছু ক্ষেত্রে অনেকটা সময় লাগে? কতটা সময়? কখনও কখনও ১ বা ২ দিন লেগে যায়, সে তো জানা কথা। শুধু তাই নয় কিছু কিছু জায়গায় পৌঁছাতে তিনদিনও লাগে। সুবিশাল ভারত জুড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রেন পৌঁছাতে পৌঁছাতে এতটাই সময় লাগে। তাহলে ভারতের সবচেয়ে লম্বা রুট কোনটি?

আরও পড়ুন: টানা ২৪ ঘণ্টা ব্যায়াম! রেকর্ড গড়তে ক'টি পুল আপ করলেন যুবক? জানলে ঘাবড়ে যাবেন

আরও পড়ুন: উধাও হয়ে যেতে পারে জাপান! দেশের সরকার রীতিমতো ভয়ে, কেন এমন আশঙ্কা

কন্যাকুমারিকা থেকে ডিব্রুগড় ভারতের দীর্ঘতম রুট। ট্রেনকে মোট ৪২৭৩ কিলোমিটার পথ পেরোতে হয় এই যাত্রা করতে। শুধু তাই নয়, সময় লাগে ৩ দিন আট ঘন্টা। অর্থাৎ ৮০ ঘন্টা! ডিব্রুডড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রাপথে মোট ৫৯টি রেলস্টেশন পড়ে। এছাড়াও ভারতের প্রায় ৮ রাজ্যের মধ্যে দিয়ে যেতে হয় ট্রেনটিকে। আসাম নাগাল্যান্ড, মেঘালয়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন