সন্তানধারণের জন্য শারীরিকভাবে নানা প্রস্তুতি নিতে হয়। শারীরিক কোনও সমস্যা থাকলে সন্তান ধারণের পর জটিলতাও হতে পারে। প্রাথমিকভাবে কোনও সমস্যা নেই, তবুও সন্তান হচ্ছে না?
1/5সন্তানধারণের জন্য শারীরিকভাবে নানা প্রস্তুতি নিতে হয়। শারীরিক কোনও সমস্যা থাকলে সন্তান ধারণের পর জটিলতাও হতে পারে। প্রাথমিকভাবে কোনও সমস্যা নেই, তবুও সন্তান হচ্ছে না? (Freepik)
2/5ডায়াবিটিস বা থাইরয়েডের মতো সমস্যা: প্রত্যেকের শারীরিক সমস্যা আলাদা আলাদা হয়। ডায়াবিটিস বা থাইরয়েডের মতো সমস্যা থাকলেও সন্তানধারণে সমস্যা হতে পারে। তাই এই রোগগুলি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শমতো ব্যবস্থা নিতে হবে। (Freepik)
3/5এন্ডোমেট্রিয়োসিস: এন্ডোমেট্রিয়োসিসের কারণেও সন্তান উৎপাদনের সময় জটিলতা হতে পারে। এই রোগে জরায়ুর ভিতরের মতোই বাইরের দিকে কিছু কোশ তৈরি হয়। এর ফলে জরায়ুর আকার বদলে যায়। যা সন্তান ধারণে বাধা দেয়। (Freepik)
4/5সার্ভিকাল মিউকাস: সার্ভিকাল মিউকাসের ঘনত্বের কারণেও সন্তানধারণে সমস্যা হতে পারে। এই মিউকাস শুক্রাণুকে গর্ভে পৌঁছে দেয়। কিন্তু এর ঘনত্ব বেশি হলে শুক্রাণু গর্ভে যেতে পারে না। (Freepik)
5/5মিলনের সময়: মিলন কখন করছেন বা কতদিন অন্তর করছেন তার উপরেও নির্ভর করে সন্তানধারণের সমস্যা। এই বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তাহলে সমস্যা সহজেই দূর হবে। (Freepik)