বাংলা নিউজ > টুকিটাকি > International Day of Women and Girls in Science 2022: বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ মনে রাখার দিন, কেন এই দিনটি পালন করা হয়

International Day of Women and Girls in Science 2022: বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ মনে রাখার দিন, কেন এই দিনটি পালন করা হয়

বিজ্ঞানচর্চায় নারীদের অবদানকে মনে রাখতেই পালন করা হয় দিনটি। (ফাইল ছবি)

International Day of Women and Girls in Science 2022। জেনে নিন, এই দিনটির ইতিহাস।

প্রতি বছর ১১ ফেব্রুয়ারি পালন করা হয় The International Day of Women and Girls in Science। United Nations (UN)-এর তরফে পালন করা হয় দিনটি। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্কের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের কথা মনে রাখা এবং উৎসাহ দেওয়ার জন্যই  এই দিনটি পালিত হয়।

ইতিহাস: বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্ক (STEM)-এর ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের মাত্রা পুরুষদের তুলনায় কম। ২০১১ সালে United Nations (UN)-এর সমীক্ষায় উঠে আসে এই তথ্য। পুরুষদের তুলনায় মহিলারা এই ক্ষেত্রে কম সুযোগ পাচ্ছেন এবং তাঁদের সামনে নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে বলে জানানো হয় এই রিপোর্টে। 

তাই ২০১৩ সাল থেকে মহিলাদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্ক (STEM)-এর ক্ষেত্রে অংশগ্রহণে উৎসাহ দিতে পালিত হয় এই দিন।

এবারের থিম: চলতি বছরে The International Day of Women and Girls in Science-এর থিম হল— ‘Equity, Diversity, and Inclusion: Water Unites Us’। এ বছর এটি সপ্তম বারের জন্য পালিত হচ্ছে The International Day of Women and Girls in Science। এ বছর এই দিনটিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে।

বন্ধ করুন