আমাদের সবকটি দিনই মায়ের জন্য সম্ভব হয়েছে। ভালো হোক বা খারাপ, জীবনের প্রতি পদক্ষেপে মা আমাদের সঙ্গ দেন, ভরসা দেন। তাই মাকে বিশেষ ভালোবাসার জানানোর জন্যই আন্তর্জাতিক মাতৃ দিবস।
1/9আমাদের সবকটি দিনই মায়ের জন্য সম্ভব হয়েছে। ভালো হোক বা খারাপ, জীবনের প্রতি পদক্ষেপে মা আমাদের সঙ্গ দেন, ভরসা দেন। তাই মাকে বিশেষ ভালোবাসার জানানোর জন্যই আন্তর্জাতিক মাতৃ দিবস। (Freepik)
2/9অনেকেই কাজের ব্যস্ততায় মাকে শুভেচ্ছা জানানোল আয়োজন করে উঠতে পারেন না। তাদের জন্য থাকছে বিশেষভাবে সাজানো উষ্ণ শুভেচ্ছাবার্তা। মাকে নিজের মনের কথা এভাবে জানালে তিনি খুশি হবেনই। (Freepik)
3/9প্রতিটা দিনই সুন্দর কাটে তুমি পাশে আছো বলে। তোমাকে ছাড়া এই জীবনটা পুরোপুরি অচল হত। (Freepik)
4/9ছোটবেলায় বুঝতাম না, আমাদের পরিবারের জন্য তুমি কতটা আত্মত্যাগ করছো? কিন্তু যত বড় হয়েছি, বুঝেছি তোমার অবদানের কথা। ভালো থেকো মা। (Freepik)
5/9বাড়ি ছেড়ে এখন আমি অনেক দূরে। কিন্তু সব সময়েই তোমার কথা মনে পড়ে। তোমায় ছাড়া থাকতে ভালো লাগে না। খুব দ্রুত তোমার কাছে ফিরছি। (Freepik)
6/9তুমি আমার কাছে সুপারহিরো। আমার জীবনের যা যা সমস্যা, তার সমাধানও তুমি। আজকের দিনে তোমায় আবার অনেক ভালোবাসা জানাই। (Freepik)
7/9যত বার আমার হোঁচট লাগার মতো অবস্থা হয়েছে, তুমি ঠিক ধরে নিয়েছো। কখনও আমায় চোট পেতে দাওনি। তুমি না থাকলে জীবনটা এত সুন্দর হত না। (Freepik)
8/9আমি সৌভাগ্যবান যে তোমায় মা হিসাবে পেয়েছি। তুমি শুধু আমার মা নও, এখনও সঙ্গে শিক্ষিকাও। জীবনের সব কিছুই শিখেছি তোমার লড়াই দেখে। (Freepik)
9/9তুমি না থাকলে এত দূর পৌঁছোতে পারতাম না। অনেক আগেই হয়তো থেমে যেতাম। জীবনটা এত সুন্দর হত না। (Freepik)