রবিবার সারা বিশ্ব জুড়ে পালিত হতে চলেছে আন্তর্জাতিক মাতৃ দিবস। তবে এই দিনটি পালনের শুরু গ্রিক ও রোমানদের হাত ধরেই। কবে থেকে এই দিনটি পালন করা শুরু হয়? কেমন ছিল ইতিহাসের সেই দিনগুলি? রইল বিস্তারিত হদিশ।
1/5রবিবার সারা বিশ্ব জুড়ে পালিত হতে চলেছে আন্তর্জাতিক মাতৃ দিবস। তবে এই দিনটি পালনের শুরু গ্রিক ও রোমানদের হাত ধরেই। কবে থেকে এই দিনটি পালন করা শুরু হয়? কেমন ছিল ইতিহাসের সেই দিনগুলি? রইল বিস্তারিত হদিশ। (Wikimedia)
2/5আন্তর্জাতিক মাতৃ দিবসে মায়েদের ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিন। তবে এই দিনটি পালনের ইতিহাস বেশ পুরনো। শোনা যায়, প্রাচীনকালে গ্রিক ও রোমানরাই প্রথম এই দিনটি পালন করা শুরু করেন। গ্রিক পুরাণে রিয়া হলেন প্রধান দেবী (মাদার গডেস)। তাঁর উপলক্ষেই এই বিশেষ দিন। (Wikimedia)
3/5অন্যদিকে সাইবেল ছিলেন আরেক প্রধান দেবী। ফ্রিজিয়া রাজত্বে তাঁর আরাধনা হলেও রোম ও গ্রিস সাম্রাজ্যেও তাঁকে দেবী হিসেবে মানা হত। সাইবেল ও রিয়া দুজনেই ছিলেন মাতৃত্বের দেবী। (Wikimedia)
4/5মাতৃত্ব ছাড়াও গর্ভধারণ ও ভালো কৃষি ফলনের জন্য এই দুই দেবীর আরাধনা করা হত নিয়মিত। এই দুই দেবীর আরাধনা থেকেই সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে বলে মনে করতেন প্রাচীন গ্রিক ও রোমানরা। সেই মতো দুজনকেই দেবীদের মধ্যে প্রধানা বলে গণ্য করা হত। (Wikimedia)
5/5এই দুই দেবীর আরাধনাই করা হত বসন্তের সময়। অর্থাৎ ইউরোপীয় সময় মতে, এপ্রিল মাসের আশপাশে। রোমান ও গ্রিকদের সেই আরাধনা থেকেই ধীরে ধীরে তৈরি হয় বিশ্ব মাতৃ দিবসের ধারণা। যা পরে আধুনিক মাতৃ দিবসের বীজ বুনে দেয়। (Wikimedia)