International women's day 2023: আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ পালন করা হয়। কোন কোন রোগ নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়? কী বলছেন চিকিৎসকরা।
1/6আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ। এই বছরের বিশেষ থিম প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে লিঙ্গসাম্য তৈরি করা। নারী দিবস উপলক্ষে হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শালিনী বিজয়। কোন রোগগুলি নিঃশব্দে বেড়ে ওঠে মহিলাদের মধ্যে? এর উত্তরে পাঁচটি রোগের কথা বলেন শালিনী।
2/6জরায়ু ক্যানসার: নিঃশব্দে মারাত্মক হয়ে ওঠে এমন রোগের কথা বলতেই প্রথম মাথায় আসে ক্যানসারের কথা। স্ত্রীরোগের মধ্যে প্রথমেই তাই জরায়ু ক্যানসারের কথা বলেন চিকিৎসক। এই ক্যানসারে পাঁচ বছর বাঁচার সম্ভাবনা মাত্র ৪৬%। তাই ক্যানসারের লক্ষণ দেখলে এড়িয়ে চলা ঠিক নয়।
3/6কার্ডিওভাসকুলার রোগ: কার্ডিওভাসকুলার রোগ অর্থাৎ হার্টের রোগ প্রায়ই কাবু করে দেয় মহিলাদের। এতে প্রচন্ড শ্বাসকষ্ট, মাথা ব্যথা, মাথা ঘোরার মতো লক্ষণ দেখা যায়। পরিবারে আগে কারও হার্টের সমস্যা থাকলে রোগটি হওয়ার আশঙ্কা আরও বেশি।
4/6লুপাস: লুপাস একটি অটোইমিউন রোগ। এই রোগে নাক ও মুখের বিভিন্ন অংশে র্যাশ হয়। এছাড়াও হাড়ের সংযোগস্থলে ব্যথা হতে থাকে। পেট ব্যথা থেকে মাইগ্ৰেনও এই রোগের লক্ষণ।
5/6ডায়াবিটিস: বয়সের সঙ্গে সঙ্গে ডায়াবিটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। তবে কম বয়সেও এই রোগ হতে পারে। খাওয়াদাওয়ার অনিয়ম থেকে ডায়াবিটিসের আশঙ্কা আরও বেড়ে যায়।
6/6পার্কিনসন: মোটর নিউরোনের রোগ হল পার্কিনসন রোগ। এতে স্নায়ুকোশগুলি এমনভাবে নষ্ট হয়ে যায় যে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। ধীরে ধীরে এতে পেশির উপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়।