বাংলা নিউজ > টুকিটাকি > Google Doodle on Queen Elizabeth II: ইন্টারনেট কাজ করছে না নাকি! রবিবার Google Doodle নিয়ে সংশয়ে অনেকেই, কারণটি কী

Google Doodle on Queen Elizabeth II: ইন্টারনেট কাজ করছে না নাকি! রবিবার Google Doodle নিয়ে সংশয়ে অনেকেই, কারণটি কী

এর আগেও এভাবেই নিজেকে বদলেছে গুগল। 

Google Doodle: প্রকৃতপক্ষে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ধূসর রঙে লেখা হয়েছে Google-এর নাম। আর সেটিই অনেককে সংশয়ের মধ্যে ফেলেছে। 

উজ্জ্বল নীল, লাল, হলুদ এবং সবুজ রঙে তৈরি Google-এ।র লোগো দেখেই বেশির ভাগ মানুষ অভ্যস্ত। কিন্তু রবিবার তা ধূসর রঙের হয়ে গিয়েছে। আর সেটিই ইন্টারনেট ব্যবহারকারীদের সংশয়ের মধ্যে ফেলেছে। এমনকী কেউ কেউ ভেবেছেন, ইন্টারনেট কাজ করছে না। কেউ ভেবেছেন, Google সঠিকভাবে লোড হচ্ছে না। 

এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়া নানা ধরনের বক্তব্যে ভরে যায়। কেউ লেখেন, ‘আমি ভেবেছিলাম, আমার কমপিউটার ঠিক করে লোড হচ্ছে না’। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী টুইট করেছেন। ‘কেউ লক্ষ্য করেছেন কি যে গুগল ধূসর হয়ে গিয়েছে?’ ব্রাউজারের স্ক্রিনশট দিয়ে জুলিয়েট নামের একজন টুইট করেছেন, ‘আমার মনে হয় না, আমি আগে ধূসর রঙের Google লেখা দেখেছি।’

Google-এর এই ধূসর লোগো আসলে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা

বৃহস্পতিবার স্কটল্যান্ডে ৯৬ বছর বয়সে প্রয়াত হন রানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁকে শ্রদ্ধা জানাতে গুগল তার লোগো ধূসর করেছে। ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম রাজত্বকারী রানির জন্য সারা বিশ্ব থেকে সমবেদনা এসেছে। গুগলও নিজের মতো করে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও বেশির ভাগ অন্য Doodle-এর ক্ষেত্রে লোগোটি ক্লিক করা যায়। কিন্তু এই ধূসর লোগোটি ক্লিক করা যায় না। শুধু কার্সারটি এর উপরে রাখলে লেখা ফুটে ওটে ‘রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২' যখন কার্সারটি এটির উপর ঘোরানো থাকে।

টেক জায়ান্টের সিইও সুন্দর পিচাইও ইংল্যান্ডের জনগণ এবং সারা বিশ্বের মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। একটি টুইট বার্তায়, পিচাই লিখেছেন: ‘রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড এবং সারা বিশ্বের জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’

অতীতে, বিখ্যাত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গুগল তার ডুডল দলের সহায়তায়  লোগোর সংস্করণগুলিকে বেশ কয়েক বার পরিবর্তন করেছে। ব্রিটেনের দীর্ঘতম শাসক রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বিশ্বের প্রতিটি কোণ থেকে নেতারা সংক্ষিপ্তভাবে একত্রিত হয়েছেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে যে, রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে।

বন্ধ করুন