বাংলা নিউজ > টুকিটাকি > Using Smartphones during Lightning: বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া উচিত

Using Smartphones during Lightning: বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া উচিত

বাজ পড়লে কি স্মার্টফোন বন্ধ করে দেবেন?

বজ্রপাতের সময়ে কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া উচিত? না হলে কি ক্ষতি হতে পারে ফোনের? কী বলছেন বিশষজ্ঞরা?

এখন কালবৈশাখীর সময়। হঠাৎ হঠাৎ ঝড়, বজ্রপাত আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। টানা দীর্ঘ ক্ষণ ধরে চলছে সেই বাজ পড়া। এই সময়ে কি স্মার্টফোন ব্যবহার করা উচিত? নাকি ফোনটি একেবারে বন্ধ করে দেওয়া উচিত?

অনেকেই বাড়ির বৈদ্যুতিন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা করতে, বজ্রপাতের সময়ে সেগুলি প্লাগ থেকে খুলে রাখেন। টিভি, ফ্রিজ, এসি, ল্যাপটপের মতো যন্ত্রের ক্ষেত্রে এই ধরনের কাজ অনেকেই করেন।। কিন্তু মোবাইল ফোন নিয়ে কী করবেন? সেটি কি পুরোপুরি সুইচ অফ করে দেবেন?

এ জন্য প্রথমেই দেখে নিতে হবে, বজ্রপাত হলে কী করবেন?

এই সময়ে বাড়ির বাইরে একেবারে থাকবেন না। বিশেষ করে খোলা আকাশের নীচে একেবারে নয়।

তবে একই সঙ্গে সানশেড বা জানলার পাশেও থাকবেন না। সেক্ষেত্রেও তড়িতাহত হওয়ার আশঙ্কা থাকে।

জল স্পর্শ করবেন না। স্নান করা, বাসন মাজা, জামাকাপড় কাচার মতো কাজ এই সময়ে করা যাবে না।

যে কোনও বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রের থেকে দূরে থাকুন।

ল্যান্ডফোন একেবারেই ব্যবহার করবেন না।

ল্যান্ডফোন তো ব্যবহার করলেন না। কিন্তু প্রয়োজনে স্মার্টফোন কি ব্যবহার করা উচিত?বিশেষ করে কারও সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে কি স্মার্টফোন ব্যবহার করা যাবে? কিংবা ইন্টারনেট ব্যবহার করা যাবে?

বিশেষজ্ঞরা বলছেন, ঘরের ভিতরে থাকলে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে। কিন্তু ইন্টারনেট বন্ধ রাখাই ভালো। তবে যদি মারাত্মক আকারে বাজ পড়ে সেক্ষেত্রে ফোনটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। নাহলে স্মার্টফোনটির তো বটেই, যিনি সেটি ব্যবহার করছেন, তাঁরও বিপদ হতে পারে।

বন্ধ করুন