মহিলাদের যোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে চিকিৎসক বন্দনা রামনাথন বলছেন, যোনিতে সামান্য একটি গন্ধ লেগে থাকা স্বাভাবিক ঘটনা। এই গন্ধ পিরিয়ডের চক্র অনুযায়ী বদলাতে থাকে।
1/5মহিলাদের যৌনাঙ্গে গন্ধ অনেককেই ভাবায়। এই গন্ধের কিছু ধরণ রয়েছে। পিরিয়ডের আগে বা পরে এই গন্ধ আসতে থাকে। প্রশ্ন হল, মহিলাদের যোনিপথে বা যৌনাঙ্গে এই গন্ধ কি ভয়ের বিষয়? যোনিপথ থেকে ক্রমাগত আসা পচা দুর্গন্ধ কি অনেক কিছুর আশঙ্কা বাড়িয়ে দেয়? এই প্রশ্ন নিয়ে উঠে এল কিছু উত্তর।
2/5যোনিতে গন্ধ থাকা কি স্বাভাবিক- মহিলাদের যোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে চিকিৎসক বন্দনা রামনাথন বলছেন, যোনিতে সামান্য একটি গন্ধ লেগে থাকা স্বাভাবিক ঘটনা। এই গন্ধ পিরিয়ডের চক্র অনুযায়ী বদলাতে থাকে।
3/5মেটালিক- অনেক সময় সঙ্গমের পর বা পিরিয়ডের সময় রক্তের সঙ্গে মেটালিক বা ধাতব ধরনের গন্ধ বের হয়। এর কারণ রক্তে থাকে আয়রন। তার থেকে এমন গন্ধ ছড়ায়।
4/5আঁশটে গন্ধ- বলা হচ্ছে, ব্যাকটেরিয়ার কোনও সংক্রমণজনিত সমস্যা থাকলে এমন আঁশটে গন্ধ বের হয়। এটি পিরিয়ডসের সময়ও পাওয়া যেতে পারে, আবার সঙ্গমের পরও এমন গন্ধ আসতে পারে। সঙ্গমের পর যোনিতে উপস্থিত ব্যাকটেরিয়া মাত্রাতিরিক্ত বেড়ে গেলে এই সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি নিয়ে সাবধান হওয়া প্রয়োজন।
5/5মাংস পচার গন্ধ- অনেক সময় ট্যাম্পন ব্যবহারের জেরে এমন গন্ধ বের হতে থাকে। এরসঙ্গে যদি জ্বর, মূত্রত্যাগের সময় যন্ত্রণা, চুলকানি, পেটে ব্যথা, যোনি ফুলে যাওয়ার সমস্যা থাকে, তাহলে অবশ্যই সত্ত্বর চিকিৎসকে দেখানো উচিত। (ডিসক্লেমার: এই প্রতিবেদনের তথ্য সাধারণ তথ্য। যেকোনও রোগ বা সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া কাঙ্খিত।)