একদিকে যেমন পুজোর দিন গোনা শুরু হয়ে গিয়েছে, তেমন অন্যদিকে তিলোত্তমা হত্যার বিচার চেয়েও দিন গোনা চলছে। আরজি কর হত্যাকান্ডের বিচার চেয়ে ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলার বহু পুজো কমিটি সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকায় রয়েছে মুদিয়ালি আমরা ক'জন পুজো কমিটি। এবার আরও একটি অভিনব পদক্ষেপ নিলেন তাঁরা।
পুজোর চাঁদা তুলতে গিয়ে নাম এবং চাঁদার অর্থ লেখার পাশাপাশি বিলে দেওয়া হচ্ছে একটি স্ট্যাম্প, যেখানে লেখা থাকছে ‘উই ওয়ান্ট জাস্টিস’। পুজোর বার্তার পাশাপাশি বিচারের বার্তাও যাতে সকলের বাড়িতে পৌঁছে যায়, সেই জন্যই এই অভিনব পদক্ষেপ নিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।
(আরও পড়ুন: শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে চান? আপনাকে মানতে হবে এই নিয়মগুলি)
চাঁদের বিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখার কারণ জিজ্ঞাসা করায় তাঁরা বলেন, ‘এই চাঁদার বিল কমপক্ষে দুই থেকে আড়াই হাজার মানুষের কাছে পৌঁছোয়। আমরা চাঁদার বিলের মাধ্যমেই তাই বিচারের দাবি আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তিলোত্তমা এখনও বিচার পায়নি, এটি যাতে মানুষ ভুলে না যায় তার জন্যই এই পদক্ষেপ নিয়েছি আমরা।’
(আরও পড়ুন: সুনীতা উইলিয়ামসের স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প)
গার্ডেনরিচের মুদিয়ালি আমরা ক'জন ক্লাব কর্তৃপক্ষ সরকারের ৮৫ হাজার টাকা অনুদান ফিরিয়ে দেওয়ার কথা অনেক আগেই জানিয়েছিলেন। গতবছর এই অনুদানের অংক ছিল ৭০ হাজার টাকা, যা বেড়ে এই বছর ৮৫ হাজার টাকা হয়েছে। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণেশ্বর, উত্তরপাড়া সহ বিভিন্ন শহরতলি এলাকার ক্লাবও এই বছর সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সঙ্গে জানিয়েছে বিচারের দাবি।