বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja 2024: অনুদানে আগেই ‘না’, এবার চাঁদার বিলে জাস্টিস স্ট্যাম্প দিল কলকাতার পুজো কমিটি
পরবর্তী খবর

Durga Puja 2024: অনুদানে আগেই ‘না’, এবার চাঁদার বিলে জাস্টিস স্ট্যাম্প দিল কলকাতার পুজো কমিটি

কলকাতার এক পুজো কমিটি চাঁদার বিলের মাধ্যমে পাঠাল বিচারের বার্তা (প্রতীকী ছবি )

Durga puja: আগেই কলকাতার পুজো কমিটিগুলি সরকারের অনুদান ফিরিয়ে দেবে বলেছিল। এবার কলকাতার এক পুজো কমিটি চাঁদার বিলের মাধ্যমে পাঠাল বিচারের বার্তা। 

একদিকে যেমন পুজোর দিন গোনা শুরু হয়ে গিয়েছে, তেমন অন্যদিকে তিলোত্তমা হত্যার বিচার চেয়েও দিন গোনা চলছে। আরজি কর হত্যাকান্ডের বিচার চেয়ে ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলার বহু পুজো কমিটি সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকায় রয়েছে মুদিয়ালি আমরা ক'জন পুজো কমিটি। এবার আরও একটি অভিনব পদক্ষেপ নিলেন তাঁরা।

পুজোর চাঁদা তুলতে গিয়ে নাম এবং চাঁদার অর্থ লেখার পাশাপাশি বিলে দেওয়া হচ্ছে একটি স্ট্যাম্প, যেখানে লেখা থাকছে ‘উই ওয়ান্ট জাস্টিস’। পুজোর বার্তার পাশাপাশি বিচারের বার্তাও যাতে সকলের বাড়িতে পৌঁছে যায়, সেই জন্যই এই অভিনব পদক্ষেপ নিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।

(আরও পড়ুন: শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে চান? আপনাকে মানতে হবে এই নিয়মগুলি)

চাঁদের বিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখার কারণ জিজ্ঞাসা করায় তাঁরা বলেন, ‘এই চাঁদার বিল কমপক্ষে দুই থেকে আড়াই হাজার মানুষের কাছে পৌঁছোয়। আমরা চাঁদার বিলের মাধ্যমেই তাই বিচারের দাবি আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তিলোত্তমা এখনও বিচার পায়নি, এটি যাতে মানুষ ভুলে না যায় তার জন্যই এই পদক্ষেপ নিয়েছি আমরা।’

(আরও পড়ুন: সুনীতা উইলিয়ামসের স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প)

গার্ডেনরিচের মুদিয়ালি আমরা ক'জন ক্লাব কর্তৃপক্ষ সরকারের ৮৫ হাজার টাকা অনুদান ফিরিয়ে দেওয়ার কথা অনেক আগেই জানিয়েছিলেন। গতবছর এই অনুদানের অংক ছিল ৭০ হাজার টাকা, যা বেড়ে এই বছর ৮৫ হাজার টাকা হয়েছে। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণেশ্বর, উত্তরপাড়া সহ বিভিন্ন শহরতলি এলাকার ক্লাবও এই বছর সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সঙ্গে জানিয়েছে বিচারের দাবি।

Latest News

আদালতে পত্রপাঠ জামিন পেলেন রূপা, ফের মুখ পুড়ল কলকাতা পুলিশের বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ মহম্মদ শামি কর্মবিরতি থেকে সরে আসছেন জুনিয়ররা? আন্দোলন কোন পথে? সিনিয়রদের সঙ্গে বৈঠক প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দলে বাংলার ব্যাটারের জায়গা কি পাকা? মধ্যমগ্রামে অটোচালকের কলার ধরলেন তৃণমূল কাউন্সিলর, বিজেপি বলছে বখরা নিয়ে বিবাদ অক্টোবরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে মায়ের আগমন, ৪ রাশি পুরো মাস ভাসবে টাকার জোয়ারে বড়লোক হতে পারবেন সহজে! দুর্গা পুজোয় পানপাতা দিয়ে করতে পারেন এই টোটকা নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.