বাংলা নিউজ > টুকিটাকি > 'Monkey Cap' priced at 40000: বাঙালিরা মাঙ্কি টুপি পরলেই হাসি! এদিকে ৪০ হাজারে বেচছে Dolce & Gabbana

'Monkey Cap' priced at 40000: বাঙালিরা মাঙ্কি টুপি পরলেই হাসি! এদিকে ৪০ হাজারে বেচছে Dolce & Gabbana

এই ইতালীয় দোকানের মাঙ্কি টুপির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য (Twitter)

Italian shop selling monkey cap with discount but the make netizens shocked: ইতালিয়ান শপে বিক্রি হচ্ছে আমাদের পরিচিত মাঙ্কি টুপি। ক্রেতাদের জন্য ছাড়ও রয়েছে। তবে দাম দেখে নিজের কানকে বিশ্বাস করতে পারবেন কী?

আমাদের সকলের নিশ্চয়ই মনে আছে,‌ ছোটোবেলায় শীত পড়তেই মা-বাবা আমাদের নিয়ে কত চিন্তা করতেন। যাতে ঠান্ডা না লেগে যায়, তার জন্য মাঙ্কিক্যাপ পরিয়ে রাখতেন নিয়মিত। কোথাও বেরোনোর সময়ও এই বিশেষ টুপিটি পরতেই হত। একইসঙ্গে আমাদের মাথা, কান, ঘাড় এবং মুখ ঢেকে রাখতে দারুণ কাজ দেয় এটি। তাই ঠান্ডা বাতাস আটকাতে অন্য কিছুর তুলনায় এতেও ভরসা রাখত মা-বাবা। শুধু ছোটোরা নয়, আট থেকে আশা অনেকেরই শীতের নিয়মিত টুপি ছিল মাঙ্কি টুপি।

তবে এখন অনেকেই পরেন না এমন টুপি। তা বলে এর চল উঠে গিয়েছে, তেমনটাও তো নয়।এখনও বাজারে খুঁজলে সহজেই পাওয়া যায় এগুলি। খুব একটা বেশি টাকাও লাগে না একটা টুপি কিনতে। ঠিকমতো দরদাম করলে অনেক কম দামেই মেলে। কিন্তু এই ইতালিয় দোকানের ‘মাঙ্কি টুপির’ দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। দরাদরি তো অনেক পরের কথা।

সম্প্রতি ইতালীয় বিলাসবহুল ফ্যাশন হাউস ডলস অ্যান্ড গাব্বানা একটি খাকি রঙের ‘মাঙ্কি ক্যাপ’ নিয়ে এসেছে বাজারে। যার দাম ভারতীয় মুদ্রায় ৪০,০০০ টাকা। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন।

এক নেটিজেনের শেয়ার করা একটি টুইটে এই পণ্যটির স্ক্রিনশট দেখতে পাওয়া যায়। স্ক্রিনশটটিতে দেখা যায়, একটি খাকি স্কি মাস্ক ক্যাপের তলায় (মাঙ্কি ক্যাপের মতোই যার আদল) মুদ্রিত মূল্য লেখা ৪০০০০ টাকা।‌ তবে দোকানি এর উপর ছাড় দিতে ভোলেননি! ৮,০০০ টাকা ছাড় দিয়ে ৩২,০০০ টাকা বিক্রয় মূল্য ঠিক করা হয়েছে টুপিটির। 

পোস্টটি শেয়ার করার পরে অনেকে বলেন, এই ক্যাপের সঙ্গে মাঙ্কি ক্যাপের যথেষ্ট মিল রয়েছে। এমনকী পোস্টের ক্যাপশনে স্বাতী নিজেও লেখেন, 'একজন বাঙালি হিসেবে এসব দেখে আমি আতঙ্কিত।'

টুইটটি ১৭ জানুয়ারি শেয়ার করা হয়। এমন আকাশছোঁয়া দাম দেখার পর থেকে ৪৯৭৭ টি লাইক পড়ে পোস্টে। এমনকী বেশ ঝাঁঝালো মন্তব্যও করেন অনেকে টুইটার মন্তব্যে একজন ব্যক্তি বলেন, 'আমি উল বুনতে পারি না, তবে আমি নিশ্চিত ৫০০ টাকায় এর মতো একটি টুপি তৈরি করতে পারব।' অপর এক ব্যক্তি লেখেন, 'আমি একজন মারওয়াড়ি, আমি আতঙ্কিত আবার হাসছিও।'

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন