বাংলা নিউজ > টুকিটাকি > Medicine for Covid-19: কোভিড-চিকিৎসায় বিপুল পরিমাণে ব্যবহার হচ্ছিল এই ওষুধটি, এটি নাকি কোনও কাজেরই নয়

Medicine for Covid-19: কোভিড-চিকিৎসায় বিপুল পরিমাণে ব্যবহার হচ্ছিল এই ওষুধটি, এটি নাকি কোনও কাজেরই নয়

কোভিডের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার হয়েছে কিছু ওষুধ। (প্রতীকী ছবি)

এত দিন ধরে কোভিডের চিকিৎসায় বিপুল পরিমাণে ব্যবহার হয়েছে এই ওষুধ। কিন্তু এবার এটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলল নতুন গবেষণা। 

করোনা এখন কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে। তার সবচেয়ে বড় কারণ টিকার প্রয়োগ। কিন্তু টিকা আসার আগে কীভাবে করোনাকে সামলানো যাবে, তা নিয়ে নানা মত উঠে এসেছিল চিকিৎসকমহলে। এমনকী বেশ কিছু ওষুধের প্রয়োগও শুরু হয় তখন। কারও কারও মত ছিল, প্রত্যক্ষভাবে সেই সব ওষুধ ভাইরাসকে আটকাতে না পারলেও করোনাভাইরাসের বিরুদ্ধে ভালোভাবে কাজ করছে।

এমনকী সেই সব ওষুধ কেনার জন্য রীতিমতো হাহাকারও শুরু হয়েছিল ওষুধের দোকানে। এখন পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় সেই সব ওষুধগুলি নিয়ে আরও বেশি করে গবেষণা করার সুযোগ পাচ্ছেন বিজ্ঞানীরা। আর তা থেকে উঠে আসছে নানা নতুন তথ্য। যেমনই হালের গবেষণায় উঠে এল, একটি ওষুধের কার্যকারিতার প্রশ্ন।

এই ওষুধটি করোনাকালে বিপুল জনপ্রিয় হয়েছে। সারা পৃথিবী জুড়ে অনেকেই এই ওষুধটি খেয়েছেনে। প্রত্যক্ষভাবে ভাইরাসঘটিত সংক্রমণ ঠেকাতে না পারলেও এঠি নাকি করোনার বিরুদ্ধে দারুণ কাজ করছিল। এটি ছত্রাকঘটিত সংক্রমণ ঠেকানোর ওষুধ। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এটি একেবারেই কোনও কাজ করতে পারে না করোনার বিরুদ্ধে।

কী এই ওষুধটি?

এটি আর কিছুই নয়— আইভারমেকটিন (Ivermectin)। হালে প্রায় দেড় হাজার করোনা সংক্রমিতের উপর এই ওষুধটি প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা। তার ফল দেখেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। এটি করোনার বিরুদ্ধে বিন্দুমাত্র কাজ করতে পারে না।

সম্প্রতি আমেরিকার University of Minnesota-র গবেষকরা এই ওষুধটি নিয়ে গবেষণা চালিয়েছিলেন। তাঁদের তরফে বলা হয়েছে, এমন একটি প্রমাণও পাওয়া যায়নি, যা থেকে বলা সম্ভব এটি করোনার বিরুদ্ধে ন্যূনতম কাজও করতে পারে।

করোনাকালে এমন বহু ওষুধ কোম্পানি নিজেদের ওষুধ বিক্রি করে বিপুল পরিমাণে টাকা রোজগার করে ফেলেছে। এই সব ওষুধ কোম্পানির ওষুধগুলি আদৌ কতটা কাজের, তা নিয়ে রীতিমতো সন্দেহ দেখা দিচ্ছে আস্তে আস্তে। সেই তালিকায় এবার প্রথমেই চলে এল আইভারমেকটিনের নাম। আগামী দিনে এই তালিকায় আর কোন কোন ওষুধ এই তালিকায় ঢুকে পড়বে, তা নিয়েও রীতিমতো সন্দেহ রয়েছে ওয়াকিবহাল মহলে।

টুকিটাকি খবর

Latest News

শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.