বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই উৎসবগুলির মধ্যেই অন্যতম হল জামাইষষ্ঠী। জামাই বাবাজীবনকে বিশেষভাবে অ্যাপায়ন করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়। একই দিনে মা ষষ্ঠীরও পুজো করা হয়। ২৫ মে, বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনক্ষণ পড়েছে। বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল জামাইষষ্ঠী। জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। জামাইদের এই উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে নানা আচার- অনুষ্ঠান পালন হয়ে আসছে। সকাল থেকে না খেয়ে নানা নিয়মের পালন করে এই ব্রত উদযাপন করেন শাশুড়িরা।
আরও পড়ুন: ঘন ঘন ময়লা জমে ফোনের কোনায়? ৫ জিনিস দিয়ে মুছেই দেখুন! একেবারে ঝকঝক করবে
আরও পড়ুন: এই কাজগুলি করে হাত ধোয়ার অভ্যাস নেই? বড় রোগ হতে পারে যে কোনও সময়
তবে বলা হয়, গোড়ার দিকে নাকি দিনটা ছিল সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী। তবে বাঙালির জামাই প্রীতির কথা কে না জানে। তাই সেই ষষ্ঠীই হয়েছে জামাই ষষ্ঠী। এই দিন জামাইরাও মিষ্টি ফল হাতে করে নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে হাজির হন। একইসঙ্গে এই দিন জামাইদের কবজি ডুবিয়ে খাওয়ার দিন। পরপর দু-তিন'বছরের লকডাউনে জামাই ষষ্ঠী ঠিকভাবে উদযাপন করতে পারেননি অনেকেই। কিন্তু এই বছর জম্পেশ আয়োজন করে তাক লাগিয়ে দেওয়া যেতেই পারে।
জামাইষষ্ঠীর তিথি ক্ষণ
গুপ্তপ্রেসের বিখ্যাত পঞ্জিকা মতে এই বছর অর্থাৎ ২০২৩ সালে ২৫ মে বা বাংলায় ১৪৩০ সালের ১০ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার ভোর ২.২২ মিনিট থেকে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে। এই তিথি ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৬.৩২ মিনিট পর্যন্ত থাকছে। এর মধ্যেই সারতে হবে ব্রত। একইসঙ্গে অন্যান্য নিয়মকানুনও পালন করার শুভ লগ্নও এই সময়কাল। তবে ব্যস্ততার কারণে খাওয়াদাওয়ার আয়োজন অনেকে সপ্তাহের মাঝের দিন করতে পারেন না। তাই এই খাওয়াদাওয়ার আয়োজন সপ্তাহান্তে করা যেতে পারে। তবে জামাইয়ের নাম করে দেওয়া পুজোর প্রসাদ তিথি থাকতে থাকতে তাঁকে খাওয়ানোই ভালো। এছাড়াও, ব্রতের অন্যান্য নিয়মকানুন যেমন জামাইয়ের হাতে পুজোর হলুদ মাখানো সুতোর রীতিও রয়েছে। সেই রীতিও লগ্ন শেষ আগে সেরে ফেললে মঙ্গল বৃদ্ধি হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup