বাংলা নিউজ > টুকিটাকি > Jamai Sasthi 2023: বিড়ালের নালিশেই নাকি শুরু হয়েছিল জামাইষষ্ঠীর পুজো? জানুন পুরাণের কাহিনি
পরবর্তী খবর

Jamai Sasthi 2023: বিড়ালের নালিশেই নাকি শুরু হয়েছিল জামাইষষ্ঠীর পুজো? জানুন পুরাণের কাহিনি

বিড়ালের অভিযোগেই কি শুরু হল জামাইষষ্ঠীর পুজো? (HT)

বাংলার লৌকিক দেবদেবীর অন্যতম হলেন মা ষষ্ঠী। প্রচলিত রয়েছে যে, তাঁর কৃপায় বন্ধ্যা রমণীর কোলে সন্তান আসে। কালে কালে সেই মা ষষ্ঠীর পুজোর সঙ্গেই জড়িয়ে গিয়েছে জামাই-আদরের পরম্পরা।

 বাংলার লৌকিক দেবদেবীর অন্যতম হলেন মা ষষ্ঠী। প্রচলিত রয়েছে যে, তাঁর কৃপায় বন্ধ্যা রমণীর কোলে সন্তান আসে। কালে কালে সেই মা ষষ্ঠীর পুজোর সঙ্গেই জড়িয়ে গিয়েছে জামাই-আদরের পরম্পরা। প্রসঙ্গত, সারা বছর আরও বেশ কিছু ষষ্ঠী তিথি পালন করা হয়। তবে সবথেকে জনপ্রিয় হল দুর্গা ষষ্ঠী এবং অরণ্যষষ্ঠী বা জামাইষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিকেই জামাইকে আপ্যায়নের জন্য বেছে নেওয়া হয়েছে। মনে করা হয়, শ্বশুরবাড়িতে মেয়ের দিনগুলো যাতে মসৃণ হয়, সেই ভাবনা থেকেই জামাইবরণ। তবে এর পাশাপাশি অন্য একটি কাহিনিও প্রচলিত রয়েছে।

আরও পড়ুন: ঘন ঘন ময়লা জমে ফোনের কোনায়? ৫ জিনিস দিয়ে মুছেই দেখুন! একেবারে ঝকঝক করবে

আরও পড়ুন: এই কাজগুলি করে হাত ধোয়ার অভ্যাস নেই? বড় রোগ হতে পারে যে কোনও সময় 
কথিত আছে — এক পরিবারে দুটি বউ ছিল ৷ তার মধ্যে ছোট বউটি ছিল খুব লোভী ৷ মাছ বা অন্যান্য ভাল খাবার রান্না হলেই সে লুকিয়ে খেয়ে নিত আর শাশুড়ির কাছে অভিযোগ করত ‘সব কালো বেড়ালে খেয়ে নিয়েছে’৷ এদিকে বেড়াল মা ষষ্ঠীর বাহন ৷ সে মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানাতেই মা রেগে গেলেন ৷ এর জেরে ছোট বউ-এর একটি করে সন্তান হলেই মা ষষ্ঠী তার প্রাণ হরণ করতেন ৷ এইভাবে ছোট বউয়ের সাত পুত্র ও এক কন্যার প্রাণ মা ষষ্ঠী হরণ করে নেন ৷ ফলে স্বামী, শাশুড়ি ও অন্যান্যরা মিলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ৷ 

ছোট বউ মনের দুঃখে বনে চলে যান ৷ শেষে মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে এসে কান্নার কারণ জানতে চান ৷ সে তার দুঃখের কথা মাকে জানায় ৷ তখন মা ষষ্ঠী আগের অন্যায় আচরণের কথা মনে করিয়ে দিলে সে মাফ চায় ৷ ষষ্ঠী তাকে ক্ষমা করেন| এরপর বলেন — ভক্তিভরে ষষ্ঠীর পুজো করলে সে সাতপুত্র ও এক কন্যার জীবন ফিরে পাবে ৷ ছোট বউ তখন সংসারে ফিরে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে। ক্রমে একে একে তার পুত্র কন্যাদের ফিরে পায় ৷ এভাবেই দিকে দিকে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে ৷ জামাইষষ্ঠী বা অরণ্যষষ্ঠী ব্রতকথার মূল গল্প এটাই৷

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.