২ আগস্ট সারা দেশ জুড়ে মুক্তি পেল জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘উলাজ’। এই সিনেমায় অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, মেইয়াং চ্যাং, রাজেশ তাইলাং, রোশান ম্যাথিউ, শচীন কেরকার, আদিল হুসেন সহ আরও অনেকে। এই স্পাই থ্রিলার সিনেমাটির পরিচালক সুধাংশু সারিয়া।
শ্রীদেবী কন্যা অভিনীত এই সিনেমার স্ক্রিনিং - এ অংশগ্রহণ করেছিলেন অর্জুন কাপুর, খুশি কাপুর, রেখা, শিখর পাহাড়িয়া এবং অন্যান্য সেলিব্রেটিরা। এই অনুষ্ঠানে সব থেকে বেশি নজর কেড়েছিল অভিনেত্রীর ড্রেস, যে পোশাক ঘিরে হাসির রোল নেটপাড়ায়।
(আরও পড়ুন: ক্যাটরিনার ফ্লোরাল ড্রেসের ছবি হল ভাইরাল, দাম শুনলে চমকে যাবেন)
জাহ্নবী যে পোশাকটি পরেছিলেন, সেটি ফ্যাশন ডিজাইনার রিমঝিম দাদু - এর সর্বশেষ কালেকশন-এর। সাদা রংয়ের অফ শোল্ডার মিনি ড্রেসের সঙ্গে মানানসই মেক আপ এবং জুয়েলারি পরেছিলেন অভিনেত্রী। জাহ্নবীর এই পোশাক নিয়ে রীতিমতো হইচই।
অনেকে পোশাকটিকে ধোসার সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ আবার এই পোশাকটি ছবির পাশাপাশি একটি ধোসার ছবি রেখে তুলনাও করেছেন। অভিনেত্রীর পোশাক ভাইরাল হওয়ার সাথে সাথে কেউ কেউ লিখেছেন, ‘আমি তো ভাবছিলাম কাল সকালে এটি ব্রেকফাস্টের সঙ্গে খাব।’ আবার অন্য একজন টেবিল ক্লথের সঙ্গে তুলনা টেনে লিখেছেন, ‘আমাদের বাড়িতে পুরনো দিনে এইরকম সাদা টেবিল ক্লথ পাতা হতো।’
তবে উপহাসের পাশাপাশি প্রশংসিত হয়েছে অভিনেত্রীর এই পোশাক। জাহ্নবীর পোশাকটির প্রশংসা করে একজন লিখেছেন, ‘ভীষণ সুন্দর লাগছে।’ আবার অন্য একজন লিখেছেন, ‘সত্যিই হট লাগছে।’ তবে পোশাকটি নিয়ে যতই প্রশংসা হোক বা নিন্দা, অভিনেত্রীর নতুন সিনেমা নিয়ে কিন্তু বেশ উত্তেজিত ভক্তরা।
(আরও পড়ুন: হয়ে যাক চোখের পরীক্ষা! আপনার ঈগলের মতো দৃষ্টি কি না, জেনে নিন এই ছবিটা দেখেই)
সারাদিন জুড়ে ২ আগস্ট অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘উলাজ’। এর আগেও ‘মিলি’, ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা’ সহ আরও দুর্দান্ত কিছু সিনেমা আমাদের উপহার দিয়েছেন জাহ্নবী। এবার এই সিনেমায় তিনি কতটা ম্যাজিক দেখাতে পারেন সেটাই এখন দেখার।