বাংলা নিউজ > টুকিটাকি > গৃহশিক্ষক হতে চাইলে অঙ্ক কষে বার করতে হবে ফোন নম্বর, পারলে চাকরিটি আপনার!

গৃহশিক্ষক হতে চাইলে অঙ্ক কষে বার করতে হবে ফোন নম্বর, পারলে চাকরিটি আপনার!

এই সেই বিজ্ঞাপন (Twitter)

Job opportunity for math teacher comes with bizarre phone number: অঙ্কের গৃহশিক্ষকের খোঁজ চলছে। ছাত্রের ঠিকানাও দেওয়া রয়েছে। তবে ফোন নম্বর পেতে হলে একটু খাটতে হবে আপনাকে!

অঙ্কের গৃহশিক্ষক খুঁজছেন গুজরাটের এক বাসিন্দা। ছাত্র পড়াতে শিক্ষককে কোথায় আসতে হবে তার বিস্তারিত ঠিকানাও দেওয়া আছে। সঙ্গে রয়েছে ফোন নম্বর। তবে ফোন নম্বরে ফোন যে কেউ করতে পারবেন না। একটু অন্যভাবে দেওয়া রয়েছে ফোন নম্বরটি। নির্দিষ্ট সংখ্যার ঘাত বার করে অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করে ও আরেক সংখ্যা দিয়ে ভাগ করে…। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, একটু ঝক্কি না পোয়ালে বিশাল বড়ো অঙ্কটি সহজে সমাধান করা যাবে না। তবে অঙ্কটি সমাধান করা গেলেই পাওয়া যাবে ফোন নম্বরটি। অঙ্কটি দেখে ক্লাস সেভেন বা এইটের অঙ্ক মনে হলেও মুখে মুখে সমাধান করা একটু মুশকিল হতে পারে। রীতিমতো খাতাকলম নিয়ে বসে কষে বার করতে হবে উত্তর। বেশ সতর্ক রাখতে হবে অঙ্ক করার সময়। পারলে দুইবার করে মিলিয়ে নিতেও পারেন। কারণ সামান্য একটু ভুল হলেই উত্তর বেরবে অন্য একটি দশ অঙ্কের সংখ্যা। যাতে ফোন করলে ছাত্রের খোঁজ পাবেন না। বরং কপালে জুটতে পারে বিড়ম্বনা!

সম্প্রতি আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা একটি পোস্ট শেয়ার করেন। তাতে দেখা যায়, জব অপারচুনিটি অর্থাৎ কর্মখালি শিরোনামে গৃহশিক্ষকের একটি পদ খালি রয়েছে। একেবারে নিচে বিস্তারিত ঠিকানাও দেওয়া হয়। তবে ফোন নম্বরটির জায়গায় দেখা যায়, একটি বড় অঙ্ক। যা সমাধান করতে হলে রীতিমতো কাগজকলম নিয়ে বসতে হবে। হর্ষের পোস্টের রিপ্লাইয়ে এক অঙ্কপ্রেমী সেই অঙ্কটি সমাধান করেও দেখান। দেখা যায়, বিস্তর বর্গ, ভাগ, যোগ, গুণ, বিয়োগ করার ফোন নম্বরটি ৯৪২৮১৬৩৮১১। খাতায় তাঁর খেটেখুটে করা অঙ্কের একটি ছবিও তুলে দেখান সেই ব্যক্তি। হর্ষ গোয়েঙ্কা তাঁর উত্তরে লেখেন, ওয়েল ডান!

তবে আরেকজন পোস্টের উত্তরে রসিকতা করে আরেকটি বড়ো অঙ্ক লিখে জানান আমি এই এতটা দূরে থাকি গুজরাট থেকে। ফলে আমি খালি পদের জন্য আবেদন করছি না! এছাড়়াও, অন্য এক ব্যক্তির কথায়, এটা ভীষণই সহজ প্রশ্ন!

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন