বাংলা নিউজ > টুকিটাকি > ফাটাকেষ্টর কালীপুজো, কলকাতার আলোর উৎসবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই পুজো

ফাটাকেষ্টর কালীপুজো, কলকাতার আলোর উৎসবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই পুজো

ফাটাকেষ্ট-খ্যাত কালী পুজো

প্রতিমা নির্মাণের বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান শিল্পী মাধব পাল। তিনি জানান, ‘আমার বাবা স্বর্গীয় কালীপদ পাল প্রথম থেকেই ‘ফাটাকেষ্ট’-খ্যাত কালী প্রতিমা নির্মাণ করতেন।’

রণবীর ভট্টাচার্য

লক্ষ্মী পুজো শেষ হওয়া মানেই প্রতীক্ষা শুরু কালী পুজোর। বাংলা তথা কলকাতায় কালী পুজোর মাহাত্ম্য ও ঐতিহ্য অপরিসীম। এর মধ্যে স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকেই বারোয়ারী কালী পুজোর রীতি চোখে পড়ার মতো। বিশেষ করে শক্তির আরাধনা সেই বিপ্লবীদের আমল থেকেই রয়েছে, যা মনে সাহস জুগিয়েছে অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে। পরবর্তী কালে রাজনৈতিক কেষ্টুবিষ্টুদের মধ্যে দেখা গিয়েছে ধুমধাম করে মা কালীর আরাধনার। এর মধ্যে নিঃসন্দেহে অন্যতম মধ্য কলকাতার ফাটাকেষ্টর কালী পুজো। ফাটাকেষ্টর জমানা এখন নেই বটে, কিন্তু এখনও এগিয়ে চলেছে সেই কালী পুজোর রীতিনীতি। গতকাল চক্ষুদান সম্পন্ন হল ফাটাকেষ্ট খ্যাত মা কালীর মূর্তির।

আনুষ্ঠানিকভাবে গতকাল কৃষ্ণা দ্বিতীয়া তিথির সায়াহ্ণ সন্ধ্যা যোগে রং তুলি সহযোগে কোলকাতার স্বনামধন্য ‘ফাটা কেষ্ট-র কালী মূর্তি’-র চক্ষুদান করলেন কুমারটুলি-র ১বি, কেবলকৃষ্ণ সুর স্ট্রিট-এর প্রখ্যাত মৃৎশিল্পী মাধব পাল। ঘটনাচক্রে, কলকাতার ‘সীতারাম ঘোষ স্ট্রিট’-এর 'নব যুবক সংঘ' আয়োজিত ফাটাকেষ্টর কালীপুজো এবার ৬৫তম বর্ষে পদার্পণ করেছে। এর আগে মহালয়ার পুণ্য লগ্নে মণ্ডপের খুঁটিপুজোও সম্পন্ন হয়েছে।

চক্ষুদানের অনুষ্ঠানে কন্যা মিলি পালকে পাশে নিয়ে মৃৎশিল্পী মাধব পাল জানান, ‘কোজাগরী লক্ষ্মীপুজোর দিন চক্ষুদান-এর সময় পূর্ব নির্ধারিত থাকলেও বিশেষ কিছু কারণবশতঃ ওই দিন প্রতিমার চক্ষুদান পর্ব সমাপন করা যায়নি, তার পরিবর্তে আজ বিশেষ মুহূর্তে প্রতিমার চক্ষুদান করা হল।’ স্বভাবতই প্রতিমা নির্মাণের বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান শিল্পী মাধব পাল। তিনি জানান, ‘আমার বাবা স্বর্গীয় কালীপদ পাল প্রথম থেকেই ‘ফাটাকেষ্ট’-খ্যাত কালী প্রতিমা নির্মাণ করতেন। বর্তমানে আমি এই প্রতিমার কারিগর।’

ঘটনাচক্রে রথের দিন থেকে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়েছে। ঠনঠনিয়া কালীবাড়িতে মাকে পুজো দিয়ে তবেই চক্ষুদান করা হয়েছে। চিরচারিত প্রথা অনুযায়ী আগামী ১৩ অক্টোবর শিল্পীর বাড়িতে গিয়ে মার অঙ্গ স্পর্শ করে মাকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়ে আসার পরের দিন ১৪ অক্টোবর, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে পাল বাড়ি থেকে মাকে বরণ করে শোভাযাত্রা সহকারে মাকে মণ্ডপে আনা হবে।"

প্রতি বছরের মতো এই বছরও দর্শনার্থীদের আগ্রহ থাকবে এই বিশেষ কালী পুজো নিয়ে। ১৪ ফুট লম্বা, ১ টন ওজন বিশিষ্ট এই শ্যামবর্ণা দক্ষিণাকালী মূর্তিকে পুজো মণ্ডপে নিয়ে যাওয়ার পর সেখানেই পরবর্তী অঙ্গরাগ ও আভূষণ সজ্জার কাজ হবে।

টুকিটাকি খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.