হাল ফ্যাশনের টুনি আলোতে নানান রকমের নক্সায় বাড়ি সাজানো যায় ঠিকই, তবে, দীপাবলির রাতের অন্ধকারে প্রদীপের আলোর শোভা একেবারে আলাদা! আর সেই কারণেই টুনি আলোর যুগেও বহু মানুষই ভরসা করেন প্রদীপের আলো দিয়ে দিপাবলীর রাত সাজাতে। তবে মুশকিল একটাই, টুনি আলো যেভাবে দীর্ঘক্ষণ ধরে জ্বলে থাকে, সেভাবে জ্বলে না প্রদীপের আলো। হাওয়ায় নিভে যাওয়া তো বটেই প্রদীপ বেশিক্ষণ জ্বলতেও চায়না। তবে প্রদীপকে যদি একটি উপায়ে জ্বালিয়ে রাখতে পারেন, তাহলে তা দীর্ঘক্ষণ আলো দেবে।
কীভাবে মাটির প্রদীপ রাখলে দীর্ঘক্ষণ তা জ্বলে?
অনেকেই দীপাবলির রাতে রুপো বা পিতলের প্রদীপ ব্যবহার করেন। তবে ঘরের পুজোয় এমন ধাতব প্রদীপ ব্যবহার করা যায়, ঘর সাজাতে এমন প্রদীপ ব্যবহার বেশ সাধারণত হয় না। প্রদীপ সারা সন্ধ্যা জ্বালিয়ে রাখার প্রধান চ্যালেঞ্জ হল তার তেল শুষে নেওয়ার ক্ষমতা। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে, মাটির প্রদীপ ব্যবহারের আগের দিন সারা রাত প্রদীপগুলি ভিজিয়ে নিন জলে। তার পরদিন সকালে রোদে প্রদীপ শুকিয়ে নিন। এরপর জ্বালান প্রদীপ।
সলতে কেমন হবে?
যদি বেশিক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখতে চান, তাহলে সলতে অবশ্যই তুলোর কিনবেন। গেঞ্জি কাপড়ের সলতে কিনবেন না। বাড়িতেও তুলোর সলতে বানিয়ে নিতে পারেন। এতে সাশ্রয় হতে পারে। সেই সলতে প্রদীপে দিয়ে তবেই রাতে জ্বালিয়ে নিন প্রদীপের আলো।
কোথায় রাখবেন
সাধারণত ভূত চতুর্দশীর রাতে দোরগোড়ায় কিম্বা ঘরের কোণে, নর্দমার ধারে, শৌচালয়ে রাখা হয় প্রদীপ। বিশ্বাস করা হয়, এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। তবে এই সব জায়গা বাদে, কোনও উঁচু জায়গায় প্রদীপ রাখতে পারেন। দিওয়ালিতে রংগোলী দিয়ে সাজালে কোনও ফুলের আকারের রংগোলি বানাতে পারেন। তার ওপর রাখতে পারেন প্রদীপ। মূলত, অষ্টাদলের নক্সা বানিয়ে এই রংগোলি সাজিয়ে নিতে পারেন।