Kidney disease signs: ভালো নেই কিডনির হাল। কয়েকটি লক্ষণই সে কথা বলে দেয়। কোন কোন উপসর্গ দেখে আগে থেকে সতর্ক হবেন।
1/6কিডনির সমস্যা হলে অনেকেই কিছু লক্ষণ এড়িয়ে যান। অথচ এই লক্ষণগুলিই বলে দেয় ভালো নেই কিডনির হাল! একনজরে দেখে নেওয়া যাক, কিডনির সমস্যায় কী কী লক্ষণ দেখা যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
2/6মুখ চোখ ও পায়ের ফোলাভাব: মুখ, চোখ ও পা ফুলে যাচ্ছে দিন দিন? কিডনির সমস্যার বড় লক্ষণ এটিই। এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
3/6প্রচন্ড ক্লান্তি: অল্প কাজ করেই হাঁপিয়ে যাচ্ছেন? প্রচন্ড ক্লান্তি চেপে ধরছে? কিডনির সমস্যা হলে ক্লান্তি একটি বড় লক্ষণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/6প্রস্রাবে সমস্যা: ঘন ঘন প্রস্রাব হচ্ছে? বা প্রস্রাব ঠিকমতো হচ্ছে না? প্রস্রাবের সময় ব্যথা করছে? কিডনি রোগে এই লক্ষণটিও সাধারণ। চিকিৎসা না করালে যা বড় আকার নিতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
5/6শ্বাসকষ্ট: কিডনি ঠিকমতো কাজ না করলে শ্বাসের সমস্যাও দেখা দেয়। এই ক্ষেত্রে ফুসফুসে তরল জমা হতে থাকে। যা থেকে শ্বাসকষ্ট হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
6/6ত্বকের চুলকানি: ত্বকে মাঝে মাঝে র্যাশ হচ্ছে? তার থেকে চুলকানিও হয়? কিডনি ঠিকভাবে রক্ত পরিশ্রুত না করলে এই সমস্যা দেখা দিতে পারে। এই সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)