Kidney stones signs and symptoms that one should not avoid: কিডনিতে বিশেষ কোনও খনিজ পদার্থ অনেকদিন ধরে জমতে থাকলে তা পাথরের আকার নেয়। আকারে ক্ষুদ্র হলে এতে তেমন সমস্যা হয় না। তবে বড় হলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
1/6শরীর জল কমে গিয়ে বিভিন্ন খনিজ পদার্থের পরিমাণ বেড়ে গেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে। মূলত, নোনতা খাবার বেশি খাওয়া ও জল কম খাওয়ার ফলে খনিজ পদার্থগুলি জমাট বেঁধে পাথরের আকার নেয়। বেশিরভাগ ক্ষেত্রে মূত্রথলি বা কিডনিতে এই পাথর দেখা যায়। পাথরের আকার যত বড় হয়, ততই বাড়তে থাকে ব্যথা।
2/6প্রিস্টিন কেয়ারের চিকিৎসক প্রবীন পুস্কর জানাচ্ছেন, কিডনির পাথর নানা আকারের হতে পারে। অনেক সময় আকারে ক্ষুদ্র হলে এটি মূত্রনালি দিয়ে সহজে বেরিয়ে যায়। কখনও কখনও এর আকার গল্ফ খেলার বলের মতোও হতে পারে। সেক্ষেত্রে গুরুতর হয়ে ওঠে পরিস্থিতি। অস্ত্রপচারের মাধ্যমে পাথরটি বার করতে হয়। মাসের পর মাস ধরে খনিজ পদার্থ জমতে জমতে পাথরের আকার বাড়ে।
3/6কোনও একটি নির্দিষ্ট পদার্থ বেশি পরিমাণে মূত্রে থাকলে এই সমস্যা দেখা দিতে থাকে। যেমন বেশিরভাগ রোগীর কিডনিতে ক্যালসিয়াম জমে পাথরের আকার নেয়। এই ধরনের পাথর যত আকারে বড় হয়, ততই ব্যথা বাড়তে থাকে।
4/6চিকিৎসক প্রবীণ পুস্করের কথায়, পাথর যতক্ষণ না এক স্থান থেকে অন্য স্থানে সরছে ততক্ষণ সেভাবে ব্যথা বোঝা যায় না। ছোট পাথর মূত্রনালি দিয়ে সহজেই বার হয়ে যায়। তবে বড় পাথর মূত্রনালিতে আটকে তীব্র ব্যথার কারণ হয়।
5/6এই অবস্থায় হঠাৎ করেই পেটে বা কোমরের একদিকে তীব্র ব্যথা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে আবার ব্যথা কমেও যেতে পারে। কিন্তু এমন ব্যথা হলে মোটেই এড়িয়ে যাওয়া ঠিক নয়। ব্যথার পাশাপাশি মূত্রের বর্ণ পাল্টে যেতে পারে।
6/6পাথরের আকার বড় হলে মূত্র দিয়ে রক্ত বার হতে পারে। জ্বর, বমি ও মাথাব্যথার উপসর্গও দেখা দিতে পারে। একই সঙ্গে কিডনি ফুলে গিয়ে কোমরের পাশের দিকে ব্যথা হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে কিডনি খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।