King Charle's Coronation: ভারত থেকে অনেকেই রয়েছেন রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে। কারা তাঁরা?
1/8শুরু হয়েছে রাজা চার্লসের রাজ্যাভিষেকের মূল পর্বের অনুষ্ঠান। এখানে হাজির হয়েছেন বেশ কয়েক জন ভারতীয়। তালিকািট রীতিমতো লম্বা। দেখে নিন, কারা রয়েছেন তালিকায়। (AFP)
2/8ভারতের তরফে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে স্ত্রী সুদেশ ধনখড়ও রয়েছেন। ভারত সরকারের তরফে তিনি এই করোনেশন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। (AFP)
3/8থাকছেন সোনম কাপুর। তিনি কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব পেয়েছেন। তেমন কথাই জানানো হয়েছে সংবাদমাধ্যমকে। (AFP)
4/8সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাজ্যাভিষেকের অনুষ্ঠানে মুম্বইয়ের দুই ডাব্বাওয়ালা তাঁদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন। বিশেষ অনুষ্ঠানে রাজাকে উপহার দেওয়ার জন্য তাঁরা একটি পুনেরি পাগড়ি এবং ওয়ারকারি সম্প্রদায়ের তৈরি একটি শাল নিয়ে যাচ্ছেন। (AFP)
5/8৩৭ বছর বয়সি স্থপতি সৌরভ ফাডকে চার্লস ফাউন্ডেশনের বিল্ডিং ক্রাফট প্রোগ্রাম এবং প্রিন্স ফাউন্ডেশন স্কুল অব ট্র্যাডিশনাল আর্টস থেকে স্নাতক হয়েছেন, তাঁকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। (AFP)
6/8গত বছর প্রিন্স ট্রাস্ট গ্লোবাল অ্যাওয়ার্ডে ভূষিত ৩৩ বছর বয়সি গালফশাও তালিকায় রয়েছেন। তিনি দিল্লির মেয়ে। বাকিংহাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, তিনি এখন একটি কনসালটেন্সি ফার্মের জন্য কাজ করেন। (AFP)
7/8গত মে মাসে প্রিন্স ট্রাস্ট কানাডার যুব কর্মসংস্থান কর্মসূচি সম্পূর্ণ করার জন্য কানাডার ভারতীয় বংশোদ্ভূত জয় প্যাটেলও অতিথি তালিকায় রয়েছেন। তিনি টরন্টোর আইকনিক সিএন টাওয়ারে শেফের চাকরি পেয়েছেন। (AFP)
8/8ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাজ্যাভিষেক অনুষ্ঠানে বাইবেলের বই কলোসিয়ান থেকে আবৃত্তি করবেন। তিনি এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিও এই অনুষ্ঠানে থাকছেন। (AFP)