আর বাকি মাত্র দুদিন। এরপরেই কিং চার্লসের রাজ্যাভিষেক বা ‘করোনেশন’। আগামী ৬ মে লন্ডনে অনুষ্ঠিত হবে এই রাজ্যাভিষেক অনুষ্ঠান। এই উপলক্ষে সারা বিশ্ব থেকেই আমন্ত্রিত রয়েছেন অনেকে। এমনকি ভারত থেকেও আমন্ত্রণ পেয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। একদিকে যেমন সেই তালিকায় রয়েছেন সোনম কাপুর, অন্যদিকে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আর সেই কারণেই অনুষ্ঠান নিয়ে রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সারা লন্ডনে। এরই মাঝে সংবাদমাধ্যম সূত্রে জানা গেল একটি অভিনব খবর।
আরও পড়ুন: সঙ্গী মনের কথা বোঝে না কিছুতেই? এই ‘সঙ্গী’ কিন্তু মুখ দেখেই বলে দেবে মনের কথা
আরও পড়ুন: কালচে হয়ে যাচ্ছে ঠাকুরের বাসনকোসন? ঝকঝকে রাখার সেরা উপায়টা জানেন কি
সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাজ্যাভিষেকের বিশেষ অনুষ্ঠানের জন্য রীতিমতো মহড়া দিচ্ছেন কিং চার্লস। জানা গিয়েছে, এই দিন অভিষেকের সময় তাঁকে পড়তে হবে একটি দুই কেজির মুকুট। বিবিধ রত্নখচিত সেই মুকুট পরার জন্য মনকে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন কিং চার্লস? এই বিষয়ে সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে বিশেষ তথ্য। জানা গিয়েছে মাথায় আটার ব্যাগ রেখে ঘোরাঘুরি করছেন ব্রিটেনের সম্রাট। মোক্ষম সময়ে মুকুটের ভারই বইতে না পারলে তো ভীষণ বিপদ। তাই এই বিশেষ কায়দায় চলছে মহড়া। খবরটা শুনে নিশ্চয়ই কৌতুক বোধ করছেন? মনে হচ্ছে রসিকতা? তেমনটা মনে হলেও কিছু করার নেই। কারণ স্বয়ং ব্রিটেনের সম্রাট একে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন। সারা বিশ্ব থেকে আসা তাবড় তাবড় অতিথির মাঝে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি হলে বড়োই অপ্রস্তুত হতে হয়। তাই কোনও ফাঁক ফোকর না রাখার দিকেই তীক্ষ্ণ নজর রয়েছে সবার। আটার ব্যাগের কড়া মহড়াও সেই কারণেই নিচ্ছেন কিং চার্লস।
প্রসঙ্গত মুম্বইয়ের ডাব্বাওয়ালারা তার জন্য পাঠাচ্ছেন পুনেরি পাগড়ি। রাজ্যাভিষেক উপলক্ষেই এই উপহার পাঠাচ্ছেন তারা। ব্রিটিশ কনসুলেটে এই উপহারও দিয়ে আসা হয়েছে তাঁদের তরফে। অনেকেই জানেন প্রিন্স চার্লস এবং মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল বেশ কিছু বছর আগে। প্রিন্স চার্লস যেবার ভারত সফরে আসেন, ডাব্বাওয়ালাদের কাজের তুমুল প্রশংসা করেন। সময় মেনে তারা যেভাবে কাজ করেন, তা তাঁকে মুগ্ধ করেছিল। সে কথা মনে রেখেই উপহার পাঠালেন ডাব্বাওয়ালারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup