মাথায় হাত দিতে গেলে ছিটকে সরে যাচ্ছে, আবার এগিয়ে আসছে পরক্ষণেই, গলার কাছে হাত বুলিয়ে দেওয়াটাও তার ভারী পছন্দের বলে মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মানুষের সঙ্গে কিং কোবরার একটি খেলার ভিডিয়ো। যা দেখে অবাক নেটিজেনরা।
বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ কিং কোবরা দেখতেও খুবই ভয়ঙ্কর। সারা বিশ্বে বিখ্যাত এই সাপটি কোথাও না কোথাও পুজো করা হয় এবং অনেকেই এর প্রতি আকৃষ্ট হন। সম্প্রতি, একজন ব্যক্তির বাচ্চা কোবরা পোষ মানানোর একটি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োতে তাঁকে হাত দিয়ে ওই শিশু কোবরাকে আদর করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: (উলের জিনিস ধোওয়ার সময়ে এই বিষয়গুলি মাথায় রাখুন, না হলে নষ্ট হয়ে যেতে পারে এগুলি)
ভাইরাল ভিডিয়ো এখানে
এই ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন ব্যক্তি খালি হাতে একটি বাচ্চা কোবরার মাথায় আলতো করে আদর করছেন। তাঁর হাতের মুঠোয় কোবরাটি ঘোরাঘুরি করছে। ছোট শরীর থাকা সত্ত্বেও, কোবরা ক্রমাগত সতর্ক, নিজের বিপজ্জনক আচরণ বজায় রেখেছে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ইনস্টাগ্রামে ওয়ার্ল্ড অফ স্ন্যাক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিয়ো এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। অনেকেই তাঁদের মতামতও জানিয়েছেন। অনেক লোকই, সাহসী কাজের জন্য লোকটির প্রশংসা করলেও অন্যরা এই পদ্ধতিতে সাপটিকে রাখার জন্য সমালোচনাও করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন যে এটি খুবই আশ্চর্যজনক। মানুষ এবং সাপের মধ্যে এমন বিশ্বাসের মুহূর্ত খুব বিরল। আরও এক ব্যবহারকারী ওই ব্যক্তির প্রশংসা করে বলেন, সাপ পালনের আইডিয়াটা খুবই সুন্দর কিন্তু আমি সাহস পাইনি। অনেক নেটিজেন ওই ব্যক্তির সমালোচনাও করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন যে এটি সত্যিই পাগলামি। বিষাক্ত প্রাণী পোষা বা স্পর্শ করার আগে আমাদের নিরাপত্তা সতর্কতা অবলম্বন করা উচিত।
আরও পড়ুন: (কারো বাড়িতে অতিথি হয়ে গেলে কখনও এই ভুল করবেন না, মানুষ বিরক্ত হতে শুরু করবেন)
দ্বিতীয় ভিডিয়ো দেখুন এখানে
তবে শিশু কোবরার এই ভিডিয়ো প্রথমবার ভাইরাল হচ্ছে না। এর আগেও, একটি ভাইরাল ভিডিয়োতে, একজন ব্যক্তিকে একটি ছোট সাপ ধরতে দেখা গিয়েছিল, সবেমাত্র ডিম থেকে ফুটে বেরিয়েছিল কোবরাটি।
বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটিও মানুষের মনকে বিস্ময়ে ভরিয়ে দিয়েছিল।