Kiss Day 2023: চুম্বনের অভিজ্ঞতা সুন্দর করতে আমরা নানারকম পরিকল্পনা করি। কিন্তু মুখে দুর্গন্ধ থাকলে ভেস্তে যেতে পারে সব। জানুন কীভাবে দূর করবেন মুখের দুর্গন্ধ।
1/6১৩ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-এর আগের দিন কিস ডে। এদিন প্রিয়মানুষকে চুম্বনের মাধ্যমে নিজের ভালোবাসা জানানোর দিন। তবে একটি কারণে চুম্বনের অভিজ্ঞতা খারাপ হতে পারে। তা হল মুখের দুর্গন্ধ। তাই সঙ্গিনীকে চুম্বনের আগে মুখের দুর্গন্ধ দূর করা জরুরি। (Pexels)
2/6মুখের ভিতর আর্দ্র রাখা: মুখের ভিতর আর্দ্র না থাকলে নানরকম ব্যাকটেরিয়া বাসা বাঁধে। তার থেকেই দুর্গন্ধের সমস্যা হয়। তাই মুখের ভিতর শুষ্ক থাকলে চুম্বনের আগে মুখে সামান্য ওরাল স্প্রে দিয়ে নিন। (Pexels)
3/6ডায়েটে বদল: ডায়েটের কিছু খাবারের জন্যই মুখে দুর্গন্ধ হয়। খাবারের কণা মুখে আটকে থেকে দুর্গন্ধের সমস্যা আরও বাড়িয়ে দেয়। তাই গ্রিন টি, দই ইত্যাদি নিয়মিত খান। সহজেই দূর হবে দুর্গন্ধ। সুন্দর হবে চুম্বন। (Pexels)
4/6ব্রাশ করুন: প্রতিদিন সকালে শুধু নয়, রাতেও নিয়ম করে ব্রাশ করুন। অনেকেই রাতে ব্রাশ করেন না। এতে দাঁতের ফাঁকে সারারাত খাবার আটকে থেকে দুর্গন্ধ তৈরি করে। (Pexels)
5/6চুইংগাম: চুইংগামের মধ্যে একটি কুলিং এফেক্ট রয়েছে। যা মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তাই প্রিয় মানুষকে চুম্বনের আগে কিছুক্ষণ চুইংগাম রাখুন মুখে। এতে চুম্বনের অভিজ্ঞতা ভালো হবে। (Pexels)
6/6মুখ ধুয়ে নিন: অনেকসময় খাওয়াদাওয়ার পর ব্রাশ করতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে মুখ ধোয়ার জন্য উপলব্ধ ওরাল রিনস ব্যবহার করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ সহজেই দূর হবে। (Pexels)