Kissing Tips: চুমু খাওয়ার সময়ে অনেকেই চোখ বন্ধ করে ফেলেন। এর কারণ কী? জেনে নিন কী বলছে বিজ্ঞান?
1/6চুমু খাওযার সময়ে অনেকেরই চোখ বন্ধ হয়ে আসে। এটি শুধুমাত্র অভ্যাস নয়, এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণও। আপনার কি এমন হয়? তাহলে জেনে নিন আবেগের মুহূর্তে কেন এমন হয়। (pexel)
2/6মানসিক তৃপ্তি: চুমু খাওয়ার সময় চোখ বন্ধ হয়ে আসার পিছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল মানসিক তৃপ্তি। কোনও ভালো গন্ধ নাকে এলে কিংবা কোনও ভালো গান শুনলে আবেশে যেমন চোখ বন্ধ হয়ে আসে, চুমুর ক্ষেত্রেও তেমনটাই ঘটে। (pexel)
3/6মনোসংযোগ: চুমু খাওয়ার সময় চোখ বন্ধ হয়ে আসার ক্ষেত্রে মনোসংযোগেরও গুরুত্ব আছে। চার পাশের সবকিছু থেকে সরে এসে চিন্তার সবটুকু জুড়ে তখন থাকে চুমুর বিষয়টি। তাই চোখ বন্ধ রেখে মনকে চারপাশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। (pexel)
4/6লজ্জা: অনেকের ক্ষেত্রে এটিও একটি কারণ। প্রেম কিংবা ভালোবাসায় সব সময়েই কিছুটা লজ্জা থাকে। সেই লজ্জাবোধ থেকেই চোখ বন্ধ হয়ে আসতে পারে। অনেকেরই এমনটা হয়। (pexel)
5/6গোপনীয়তা রক্ষা করা: মানুষ যখন কোনও কিছু গোপন রাখতে চান, তখন ভিতর থেকে প্রবৃত্তি তাঁদের কাউকে কাউকে বলে চোখ বন্ধ করে ফেলতে। এমন ব্যক্তিদের ক্ষেত্রে চুমু খাওয়ার সময়ে চোখ বন্ধ হয়ে আসতে পারে। (pexel)
6/6আত্মসমর্পণের বোধ: পরস্পরের কাছে আত্মসমর্পণের অংশও হল চুমু। যার প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, তাঁকে চুমু খেতে গেলেও চোখ বন্ধ হয়ে আসে। এটি এক ধরনের মানসিক সংযোগও তৈরি করে। (pexel)