বাংলা নিউজ > টুকিটাকি > How to Clean Exhaust Fan: এগজস্ট ফ্যানে তেলচিটে ময়লা পড়েছে? ঠিক ৫ মিনিট লাগবে পরিষ্কার করতে

How to Clean Exhaust Fan: এগজস্ট ফ্যানে তেলচিটে ময়লা পড়েছে? ঠিক ৫ মিনিট লাগবে পরিষ্কার করতে

কীভাবে পরিষ্কার করবেন এই ফ্যান?

রান্নাঘর বা বাথরুমের এগজস্ট ফ্যানে তেলচিটে ময়লা পড়ে যায়। এগুলি পরিষ্কার করা খুব কঠিন কাজ বলেই মনে করেন অনেকে। যদিও বিষয়টি একেবারে তা নয়। ৫ মিনিটে পরিষ্কার হয়ে যায় এটি। 

বাড়ির অধিকাংশ জিনিসই পরিষ্কার করা হয়। কিন্তু বাদ পড়ে যায় এগজস্ট ফ্যানটি। আর মাস খানেক পরিষ্কার না করলেই রান্নাঘর বা বাথরুমের এই ফ্যানের দিকে আর তাকানো যায় না। এত নোংরা হয়ে যা সেটি।

এটি নিয়মিত পরিষ্কার করেত না পারার আরও একটি কারণ— এটি সাধারণত দেওয়ালের একটু উঁচুতে লাগানো থাকে। ফলে সহজে হাত পাওয়া যায় না। ফলে এিতে তেলচিটে ময়লা ধরে যায়।

এমন তেলচিটে নোংরা এগজস্ট ফ্যান পরিষ্কার করবেন কীভাবে?

  • প্রথমে এটি বন্ধ করুন। প্লাগ থেকে ফ্যানের ইলেকট্রিকের কানেকশন খুলে নিন।
  • ব্লেডটি ফ্যান থেকে খুলে নিন। এটি থেকে তেলচিটে ময়লা তুলতেই সবচেয়ে সমস্যা হয়।
  • এবার ফুটন্ত জলে বেকিং সোডার সঙ্গে ২ কাপ অ্যামোনিয়া মিশিয়ে নিন।
  • ব্লেড এই মিশ্রণে কিছু ক্ষণ ভিজিয়ে রেখে দিন। বড় জোর ২-৩ মিনিট।
  • এবার ব্লেডটি আলতো করে ঘষুণ। পরিষ্কার হয়ে যাবে।

আরও কয়েকটি পদ্ধতিতে এই ব্লেড পরিষ্কার করা যায়। যেমন, গরম জল এবং ডিটারজেন্ট দিয়ে তৈরি দ্রবণও ব্যবহার করতে পারেন এটি পরিষ্কার করতে। লেবু, সাদা ভিনিগার এবং বেকিং সোডার মতো জিনিসগুলিও মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন।

ব্লেডটি ফ্যানের সঙ্গে জুড়ে দেওয়ার আগে ভালো করে শুকিয়ে নেবেন।

বন্ধ করুন