Kolkata Book Fair News: বইমেলার স্টল যখন বই থাকাই স্বাভাবিক। কিন্তু নাহ। বই নেই। বরং রয়েছে কতগুলি কম্পিউটার। সেখানে বসে রয়েছেন কয়েকজন তরুণ-তরুণী। আর তাদের ঘিরে রয়েছে একটি উৎসাহী জনতা। স্টলের নাম ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়া। স্টল নম্বর ৩১৭।
কয়েক ক্লিকেই হাতের মুঠোয়
স্টলের তত্ত্বতালাশে ভিতরে পা রাখলেই দেখা যাবে বেশ মনাগ্রহী এক দৃশ্য। কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকা তরুণ-তরুণীরা খুঁজে দিচ্ছেন আপনার প্রিয় বা দরকারি নানা বই। হতে পারে সেটা কমপিটিটিভ এক্সামের পড়ার বই, হতে পারে শিল্প সাহিত্য সম্পর্কিত কোনও গবেষণা। শুধুমাত্র মাউসের কয়েকটি ক্লিকেই সে বই চলে আসবে হাতের মুঠোয়।
আরও পড়ুন - Kolkata Book Fair: মেলা বই, মেলা পাঠক! বইমেলার হিসেব কি শেষমেশ মেলে বই পড়ার সঙ্গে
আরও পড়ুন - Saraswati Puja At Visva Bharati: ‘বিশ্বভারতীর গাফিলতির জন্যই…’ ছাত্রদের মূর্তিপুজো নিয়ে কী বলছেন আশ্রমিকরা
রূপায়ণে আইআইটি খড়গপুর
ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়া উদ্যোগটির মূল বিষয়বস্তু কী? স্টলের দায়িত্বে থাকা একজনের কথায়, ‘এটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের একটি প্রকল্প। এর মাধ্যমে প্রচুর বই বিনামূল্যে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।’ বই পাওয়ার জন্য় রেজিস্টার করতে হবে ওয়েবসাইটে গিয়ে। রেজিস্টার করার জন্য কত অর্থ প্রয়োজন? ‘নাহ, কোনও অর্থ লাগে না।’ গোটা উদ্যোগটি রূপায়িত করেছে আইআইটি খড়গপুর।
কী কী ধরনের বই উপলব্ধ সাইটে?
প্রথমে সাইটে ঢুকলেই দেখাবে স্কুল শিক্ষা,উচ্চ শিক্ষা, কেরিয়ার ডেভেলপমেন্ট, পেটেন্টস অ্যান্ড স্ট্য়ান্ডার্ডস, কালচারাল আর্কাইভের মতো মোট আটটি বিভাগ। এই বিভাগগুলির মধ্যে প্রবেশ করলে একেকটিতে একেকরকম বই পাওয়া যায়। যেমন কালচারাল আর্কাইভে যদি প্রবেশ করা যায়, এসএনএলটিআর নামে একটি বিভাগ পাওয়া যাচ্ছে। যে লিঙ্কে গেলে রবীন্দ্র রচনাবলী থেকে শরৎ, বঙ্কিম, এমনকী সুকান্ত রচনাবলীও পাওয়া যাচ্ছে। মূলত কপিরাইট নেই, এমন বইগুলি উপলব্ধ এই অংশে। মোট ১২ কোটি বই ও নথি উপলব্ধ রয়েছে সাইটটিতে।
আরও পড়ুন - Valentine's Day 2025: ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই’ প্রেম দিবসে কবিতাই হোক সেরা উপহার
অন্যদিকে কম্পিটিটিভ এক্সামের যেমন বিভিন্ন ধরনের ভাগ রয়েছে।চাকরির পরীক্ষার বিভাগে প্রবেশ করলে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার নাম পাওয়া যাবে। তার মধ্যে ঢুকলে পাওয়া যাচ্ছে বিগত বছরগুলির প্রশ্নপত্র। এছাড়াও, রয়েছে সিলেবাস।