বাংলা নিউজ > টুকিটাকি > Kolkata police Viral Post: কলকাতা পুলিশও ‘পা’ মেলাল ‘নাটু নাটু’-র তালে! ভাইরাল পোস্টে উচ্ছ্বাস নেটিজেনদের

Kolkata police Viral Post: কলকাতা পুলিশও ‘পা’ মেলাল ‘নাটু নাটু’-র তালে! ভাইরাল পোস্টে উচ্ছ্বাস নেটিজেনদের

কলকাতা পুলিশও ‘পা’ মেলাল ‘নাটু নাটু’ ড্যান্সে (Facebook)

Kolkata police meme: কলকাতা পুলিশও ‘পা’ মেলাল ‘নাটু নাটু’ ড্যান্সে। ভাইরাল পোস্ট দেখেই উচ্ছসিত নেটিজেনরা। রইল পোস্টের ছবি।

জুনিয়র এনটিআর আর রামচরণের বিখ্যাত ‘নাটু নাটু’ স্টেপ মন জয় করেছে সারা বিশ্বের। অস্কারের মঞ্চে ছিনিয়ে নিয়েছে সেরা পুরস্কারও। এবারে সেই উপলক্ষেই কলকাতা পুলিশ একটি বিশেষ মিম বানাল।

এমনিতেই বিভিন্ন সিনেমা বা সামাজিক দৃশ্য নিয়ে মিম বানাতে দেখা যায় কলকাতা পুলিশকে‌। নিয়মিত সমাজ মাধ্যমে সক্রিয় পুলিশ বিভাগকে এমন মিম শেয়ার করতেও দেখা যায়। অভিনব মিমগুলি নেটিজেনদের চোখ টানে, মন জয় করে। সাধারণত মিম হলেও এগুলি দিয়ে নাগরিকদের সচেতন করার কাজ করে পুলিশ বিভাগ। মজার মজার দৃশ্য থেকে উঠে আসে শিক্ষণীয় বার্তা। এবারের মিমে তেমনই বার্তা উঠে এল। ‘নাটু নাটু’ নাচের স্টেপ দিয়েই বানানো হল মিম‌। ‌বার্তা দেওয়া হল সাইবার নিরাপত্তার।

আরও পড়ুন: ‘আমি অন্য গ্রহের, তাই নগ্ন ঘুরছি’, পুলিশের হাতে ধরা পড়লেন ‘আজব’ ব্যক্তি

আরও পড়ুন: বালিয়ায় ধৃত তিন পাচারকারী, সঙ্গে ছিল ৯৭ ‘সুন্দরী’, জেরার পর মারাত্মক স্বীকারোক্তি

এই দিনের শেয়ার করা মিমে দেখা যায়, একটি টু ফ্যাক্টর অথেনটিকেশনের কথা লেখা। পাসওয়ার্ডের পাশেই লেখা টু ফ্যাক্টর অথেনটিকেশনের প্রয়োগ করার কথা। তার পাশেই জুনিয়র এনটিআর আর রামচরণের বিখ্যাত ‘নাটু নাটু’ নাচের স্টেপ। ছবির নিচে লেখা এই জুটি সবসময় ‘জেতে’। অর্থাৎ পাসওয়ার্ড ও টু ফ্যাক্টর অথেনটিকেশন থাকলে অনলাইনে সবসময় নিরাপদ থাকা যায়।

আরও পড়ুন: দীপিকার মতোই নতুন ট্যাটু চান? আগেরটি তোলার সময় এগুলি মাথায় না রাখলেই বিপদ

আরও পড়ুন: এ কাকে বিয়ে করলেন তরুণী? ২৪ ঘণ্টাও টিকল না বিয়ে! কারণটিও অদ্ভুত

টু ফ্যাক্টর অথেনটিকেশন কী?

সাধারণত কোনও অ্যাপ পরিষেবা বা ব্যাঙ্কের জিনিসপত্র নিরাপদে রাখতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। সেই পাসওয়ার্ডের পরের ধাপ হল টু ফ্যাক্টর অথেনটিকেশন। এটিও আরেকরকম পাসওয়ার্ড। প্রথমে পাসওয়ার্ড ঠিকমতো দিলে তারপরেই টু ফ্যাক্টর অথেনটিকেশনে যেতে দেয় ওই অ্যাপ পরিষেবা। এরপর সেটি ঠিক মতো দিতে পারলে নির্দিষ্ট জিনিসটি দেখা যায়। ভুল দিলে সেখানেই আটকে দেয় অ্যাপ। পাসওয়ার্ডের পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন দেওয়া থাকলে অনেকটাই সুবিধা হয়। কেউ পাসওয়ার্ড জেনে গেলেও, টু ফ্যাক্টর অথেনটিকেশন থাকার কারণে আপনার তথ্য হ্যাক করতে পারবে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন